আমাদের কথা খুঁজে নিন

   

নাচলেন নাচালেন ঢাকা মাতালেন।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

প্রত্যাশা মেটালেন কিং খান। নাচলেন এবং দর্শকদের নাচিয়ে ঢাকা মাতালেন বলিউড বাদশা শাহরুখ খান। কানায় কানায় পূর্ণ আর্মি স্টেডিয়ামে তিনি নৃত্য অভিনয়ের পাশাপাশি কথার মায়াজাল আর হাস্য-কৌতুকে নির্মল আনন্দে মাতিয়ে তোলেন প্রায় ২৫ হাজার ভক্ত-দর্শককে। শুধু ঢাকার নয়, গতকাল শনিবার সন্ধ্যার পর থেকেই সারা দেশের মানুষের চোখ ছিল টিভির পর্দায় আর্মি স্টেডিয়ামের দিকে।

কিং খান ছাড়াও বলিউডের জনপ্রিয় তারকা রানী মুখার্জি, অর্জুন রামপাল, ঈশা কোপিকার, নৃত্যশিল্পী শেফালী জরিওয়ালা, সংগীতশিল্পী নিরাজ শ্রীধরসহ ৪৮ সদস্যের নৃত্যদল ‘কিং খান লাইভ ইন ঢাকা’ অনুষ্ঠান মাতিয়ে রাখার আয়োজনে অংশ নেয়। তবে এত কিছুর পরও বাংলাদেশের নির্ধারিত শিল্পীরা অনুষ্ঠানে অংশ না নেওয়ায় নানা প্রশ্ন উঠেছে। শাহরুখ খান দুপুরে চার্টার বিমানে করে ঢাকায় এসে পৌঁছান। বিকেলে স্টেডিয়ামে এসে স্টেজ রিহার্সেলে অংশ নেন। রাত পৌনে ৯টায় ভক্ত-দর্শকদের মুহুর্মুহু করতালি আর সমস্বরে শাহরুখ শাহরুখ ধ্বনির সঙ্গে মঞ্চে আসেন স্বপ্নের নায়ক।

সাদা চুমকি লাগানো কালো শার্ট আর কালো চশমা পরা নায়ক ২২ জন কোরিওগ্রাফারকে সঙ্গে নিয়ে আলোঝলমল মঞ্চে সুরমূর্ছনার সঙ্গে অনুপম নৃত্যকুশলতায় শুরুতেই মাতিয়ে তোলেন সবাইকে। ‘এ লাভ মেরা হিট হিট’ ও ‘দিল মে মেরা দার্দদে ডিসকো’ গান দুটির সঙ্গে নাচেন তিনি। সহশিল্পীদের সঙ্গে দুটি গানের পরিবেশনা শেষে আবার মঞ্চে আসেন কিং খান। সালাম, আদাব, নমস্কার দিয়ে বাংলায় দর্শকদের উদ্দেশে বললেন, ‘কেমন আছেন?’ জানালেন, তিনি বাংলায় কথা বলতে পারেন না। তবে হিন্দি ও ইংরেজির মিশেলে সবার মন ভরানোর চেষ্টা করবেন।

শাহরুখ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবের সোনার বাংলায় প্রথম আসলাম। বঙ্গবন্ধুর বাংলাদেশের জন্য নিয়ে এসেছি ভারতবর্ষের অনেক ভালোবাসা। ছোটবেলায় মা বলতেন সোনার বাংলা। তখন বুঝতে পারতাম না। এখন বুঝতে পারছি এ দেশের মানুষ, তাদের মন, আকাশÑসবই সোনার।

’ কথামালার ফাঁকে কিং খান বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, কবি জসীমউদ্দীন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, রুনা লায়লাসহ বিশিষ্ট ব্যক্তিদের নাম স্মরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানান। হিন্দি-বাংলা মিশিয়ে শাহরুখ দর্শকদের সঙ্গে নানা কথামালায় অন্তরঙ্গ হয়ে ওঠেন। দর্শকসারি থেকে প্রথম এক দম্পতি ও পরে দুজন দর্শককে ডেকে নিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন, করেন হাস্য-কৌতুক। নাচেনও তাঁদের সঙ্গে নিয়ে। শেষে তাঁদের হাতে তুলে দেন নিজের স্বাক্ষরিত উপহার।

পরপর জমকালো দুটি নৃত্যে অংশ নিয়ে দর্শকদের মন ভরিয়ে দেন। প্রায় তিন ঘণ্টার পরিবেশনার শেষ পর্বে আরেক সুপারস্টার রানী মুখার্জি, অভিনেতা অর্জুন রামপালসহ অন্যদের নিয়ে পরিবেশন করেন ‘ওম শান্তি ওম’ গানটি। দেবাশীষ বিশ্বাস ও প্রান্ত চৌধুরীর উপস্থাপনায় এবং বাংলাদেশের শিল্পী পারভেজ খানের গান দিয়ে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে শুরু হয় অন্তর শোবিজ আয়োজিত ‘কিং খান লাইভ ইন ঢাকা’ কনসার্ট। রাত ৮টার পর ‘কাটা লাগা’ গানের সঙ্গে শেফালী জরিওয়ালার নৃত্য দিয়ে শুরু হয় বিদেশি শিল্পীদের পরিবেশনা। মঞ্চে আসেন ঈশা কোপিকার।

তবে বলিউড অভিনেতা অর্জুন রামপাল মঞ্চে এসে জমিয়ে দেন কনসার্ট। মেতে ওঠে দর্শক। ‘আপকা কেয়া হোগা’ গানের সঙ্গে নাচেন তিনি। এরপর ‘এ ইশ্ক ইশ্ক চিল্লাতেহে’ গানের সঙ্গে নাচ নিয়ে মঞ্চে আসেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি। পরিবেশনা শেষে তিনি দর্শকদের কাছে জানতে চান, ‘আপনারা কেমন আছেন? শোটা কেমন লাগছে? মজা পাচ্ছেন তো? আমার নাচ কেমন লাগল? বাড়িতে ফিরে মা-বাবাকে বলতে পারব তো?’ উচ্ছ্বসিত রানী বলেন, ‘আজকে আমি এত খুশি ঢাকায় এসে! আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন সেই প্রথম ছবি থেকে।

সব সময় আপনাদের ভালোবাসা রাখবেন। আপনাদেরও আমার অনেক অনেক ভালোবাসা। ’ কনসার্টে কণ্ঠশিল্পী নিরাজ শ্রীধর ও বোম্বে ভাইকিং বেশ কিছু জনপ্রিয় সংগীত পরিবেশন করেন। ‘কিং খান লাইভ ইন ঢাকা’ কনসার্ট উপভোগ করতে মানুষের ঢল নামে। বেলা ৩টা থেকেই দর্শক-শ্রোতারা ঢাকার আর্মি স্টেডিয়ামে আসতে শুরু করে।

৫টা না বাজতেই কানায় কানায় ভরে যায় স্টেডিয়াম। কনসার্টকে ঘিরে স্টেডিয়াম ও আশপাশের এলাকা ছিল লোকে লোকারণ্য। ফলে স্টেডিয়ামের সামনে বিমানবন্দর সড়কে সৃষ্টি হয় প্রচণ্ড যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র‌্যাবকে হিমশিম খেতে হয়। বাদ পড়লেন বাংলাদেশের শিল্পীরা কনসার্টটি ‘কিং খান লাইভ ইন ঢাকা’ হলেও তাতে যেমন ভারতের আরো জনপ্রিয় শিল্পীরা অংশ নিয়েছেন, তেমনি কথা ছিল তাতে বাংলাদেশের শিল্পীরাও অংশ নেবেন।

তাঁরা বাংলাদেশকে উপস্থাপন করবেন। সে অনুসারে নায়ক শাকিব খান ও কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু রাত সোয়া ১১টা পর্যন্ত চলা দেশের সর্ববৃহৎ এই বিনোদন আয়োজনে বাংলাদেশি শিল্পীদের দেখা মেলেনি। কেন নেই, তারও কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। অবশ্য বাংলাদেশের মাত্র একজন নৃত্যশিল্পী প্রান্ত শাহরুখের সঙ্গে নৃত্যে অংশ নিয়েছেন।

তাও আবার ছিলেন মাত্র মিনিট দেড়েক। অবশ্য এই শিল্পীর ব্যক্তিগত পরিচয়, তিনি আয়োজক অন্তর শোবিজের স্বপন চৌধুরীর মেয়ে। শুরুতে বাংলাদেশি যে শিল্পী গান করেন, তা মূল অনুষ্ঠানের অংশই ছিল না। চেয়ার পেলেন না স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টিকিট কেটেও নির্ধারিত আসন পাননিÑএমন ঘটনা ছিল অনেকটা স্বাভাবিক। কয়েকজন সচিব, চিত্রনায়িকা চম্পাসহ অনেককেই দেখা গেছে ভিআইপি গ্যালারির সামনে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুও অনুষ্ঠানস্থলে গিয়ে বিড়ম্বনায় পড়েন। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে তিনি কার্পেটের ওপর বসে পড়েন। পরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ছুটে গিয়ে চেয়ারের ব্যবস্থা করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।