আমাদের কথা খুঁজে নিন

   

নতুন ধান্ধাবাজি স্পিকএশিয়া

হাফ ইঞ্জিনিয়ার
-- --- -- -- পোলাপাইন কয়েকদিন পরপরই ডিস্টার্ব করে। একবার এ ব্যবসা তো আরেকবার ওই ব্যবসা। টাকা যেন আকাশে উরতেসে খালি ধরতে বাকি। ডেস্টিনি পরে আইলো ইউনিপেটুইউ। পোলাপাইন থেকে বাচার উপায় নাই।

নতুন করে আইলো স্পিকএশিয়া। ডেইলি ২-৩ জন ফোন করে আর দাওয়াত দেয়। খাওয়া-দাওয়া শেষ হলে শুরু ঘ্যানর ঘ্যানর। -সার্ভে কোম্পানি নতুন আইসে। ২১০০০ টাকা ইনভেস্ট করবেন আর সপ্তাহে ২ টা ফরম পূরুন করে দিলেই $১০।

-আরে মিয়া সব স্ক্যাম সাইট। টাকা নিয়া ফুটবে। সার্ভে করা কি এত সোজা নাকি -আরে না ফুটবে না । অনেকেই টাকা পাইছে -আপনি পাইছেন? -না,আমি এখনো পাই নাই। -আপনি পাইলে তারপর বইলেন।

প্রতিদিন এই কয়েকজন কে এভাবে বুজনো লাগে। আগে ধান্ধাবাজি ছিলো একরকম এখন ডিজিটাল যুগে তা ডিজিটাল হয়ে গেসে। আচ্ছা কেউ বলতে পারেন স্পিকএশিয়া এর কাম কি? সার্ভে করা কি এত সোজা? http://www.speakasiaonline.com/
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.