আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় অনলাইনঃ যখন আমি মারা যাব.......................



রাত ৩ টায় হঠাত ঘুম ভেঙ্গে গেল। কিছুতেই আর চোখে গুম আসছে না। পৃথিবীর হাজারো ভাবনা এসে মনের জানালায় উঁকি মারতে লাগলো। অনেক ভাবনার পর হঠাত মনে হলো আমি মনে হয় খুব কম সময়ের মধ্যে এ পৃথিবী ছেড়ে পাড়ি জমাব অনেক দূর্ -বহুদূরে । এমন দূরে যেখানে গেলে আর কেউ আমাকে খুঁজে পাবে না।

আর কোন দিন সবার মাঝে ফেরা হবে না। পৃথিবীর সবকিছু ঠিক থাকবে । শুধু আমি থাকব না। যত ভাবছিলাম তত পৃথিবীটা খুব সুন্দর লাগছিল। এক সময় মনের অজান্তে দু চোখ বেয়ে অশ্রু নেমে আসলো।

এক সময় ভাবলাম আমি মারা যাওয়ার পরও তো আমার ফেসবুক আই.ডি., ব্লগের আই. ডি, ইমেইল আই.ডি সবকিছুই অবিকল থাকবে। থাকবে এ পর্যন্ত আমি যা লিখেঝি, শেয়ার করেছি। অনেকে আমাকে ফেসবুবে ফ্রেন্ড হওয়ার জন্য রিকোয়েষ্ট পাঠাবে। অনেক মজার মজার জিনিস শেয়ার করেবে। পাঠাবে অনেক গুরুত্বপূর্ন কিছু তথ্য।

জীবনের একটা বিশাল অংশ অনলাইনে বসে কাটিয়েছি। এ প্রিয় ঠিকানার তখন কি হবে ? ব্লগে আমার নিক নাম ঠিকই থাকবেকিন্তু পৃতিবীতে এর মালিক আর থাকবে না। কি নিষ্ঠুর মরণ! সকালে আমার প্রিয় এক মানুষকে আমার সকল সাইটের পাসওয়ার্ড বলে দিলাম। তাকে একটা অনুরোধ করলাম যেন সে আমি মারা গেলে আমার প্রিয় সাইটগুলোতে লিখে দেয় এই নিকের মালিক আর নেই। সে এখন কবরে শুয়ে আছে ।

সে চলে গেছে নিরন্তরের পথে। আপনারা সবাই ওনার জন্য দোয়া করুণ যেন ওনি জান্নাতে আশ্রয় পান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.