আমাদের কথা খুঁজে নিন

   

কলার খোসা এবং কিছু অভিজ্ঞতা



আজকে কমনরুমে ঢোকে পেপার হাতে নিয়ে বসার সাথে সাথে ধপাস, এক জুনিয়র টেনে তুলল। আমি ত অবাক, চেয়ে দেখি কে যেন কলা খেয়ে খোসা ফেলে রেখে গেছে। হায়রে, এই যদি হয় বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের মানসিকতা তাহলে আর কি বলার থাকে? ঢাকা মেডিক্যাল কলেজ সংলগ্ন রাস্তায় কিছু ছিন্নমূল মানুষ আছে যারা তাদের প্রয়োজনীয় সবকর্ম রাস্তাতেই সারে। এরা ত তাহলে আমাদের চেয়ে ভাল। যাই হোক এখন ২টি ঘটনা বলছি: ১।

আমি যখন লে-১,টা-২ তে একদিন ডিপার্টমেন্টের করিডর দিয়ে হাটার সময় দেখি আমাদের শ্রদ্ধেয় একজন সিনিয়র প্রফেসর নিচু হয়ে একটা ছেঁড়া কাগজ তুলে বিনে ফেলছেন। ২। আমি তখন আজিমপুর বাসস্ট্যান্ড চিনতাম না, রুমের আপুকে বললাম দিয়ে আসতে, তো আপু , তার এক ফ্রেন্ড আমরা তিনজন হেটে যাচ্ছি। পলাশী বাজার তখন সোনালী ব্যাংকের বিপরীতে ছিল। বাজারে এসে ভাইয়া বলল " পিচ্চি সকালে নাস্তা করি নাই" ভাইয়া দেরি যাতে না হয় তাই কলা আর রুটি কিনে হেটে হেটে খেলেন।

আজিমপুর এর ডাস্টবিন না আসা পর্যন্ত উনি সেই কলার খোসা হাতে রাখলেন। যেখানে সেখানে ময়লা না ফেলার বদঅভ্যাস উনাদের কাছেই শেখা। আসলে একজন মানুষের অনেক পরিচয় তার ব্যক্তিগত অভ্যাস থেকেও পাওয়া যায়। খুব কঠিন কিছু না ক্যাম্পাসে কেনা আইসক্রিম, ঝালমূড়ি এগুলা খেতে খেতে হলে এসে প্যাকেট গুলো ফেলা, বা বিন না দেখা পর্যন্ত একটু কষ্ট করে হাতে রাখা, অথবা ছোট ছোট মিনিপ্যাকগুলো বিনে ফেলা। আমরা কত জটিল জটিল মেকানিক্সের অংক সমাধান করে ফেলতে পারি আর এইটুকু কাজ পারব না?


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।