আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ থেকে পেপাল একাউন্ট খোলার শেষ উপায়টিও বন্ধ হয়ে গেল?

বিবর্ণ জীবনে কয়েক ফোটা রং......
বাংলাদেশ থেকে স্বাভাবিক প্রক্রিয়ায় পেপালের একাউন্ট খোলা যায় না। কিন্তু সেকারনে তো আর বাংলার দামাল ছেলেরা বসে থাকে নি। নানা ফন্দি-ফিকির করে, চিপা-চাপা, ফুটা-ফাটা দিয়ে ঠিকই পেপালে একাউন্ট ওপেন করে ঠেকা কাজ চালিয়ে আসছেন এদেশের ফ্রীল্যান্সাররা। কিন্তু তা কখনই শংকা মুক্ত থাকে নি। বিদেশে থাকা বন্ধু বা আত্নীয়ের ঠিকানা বা ক্রেডিট কার্ড দিয়ে যারা একাউন্ট ওপেন করে যারা ভেরিভাইও করেছিলেন, তারও আশংকা মুক্ত ছিলেন না বা নাই।

কারন, বারবার বাংলাদেশের আইপি দিয়ে লগ ইন করার ফলে যেকোন মুহুর্তে পেপাল তাদের একাউন্ট ব্লক করে দিতে পারে। আবার অনেক সময় প্রতিমাসে ভেরিফাই করতে বলে। এতে করে যারা তাদের বন্ধু বা আত্নীয়ের ঠিকানা বা ক্রেডিট কার্ডের তথ্যগুলো নিজের কাছে সংরক্ষণ করেন নি তার বিপদে পড়েছেন। পেপালে একাউন্ট ওপেন করার জন্য আরেকটি উপায় অবলম্বণ করতেন অনেকে। সেটা হল, সাইন আপ করার সময় দেশ হিসেবে ইন্ডিয়া লিখে ষ্টেট হিসেবে বাংলাদেশ লেখা।

আর বাকি সব তথ্য বাংলাদেশেরই দেয়া। এমন কি বিশেষ কায়দায় মোবাইল নাম্বারও। কিন্তু দুঃখের বিষয় যে, পেপাল এই রাস্তাটি এখন বন্ধ করে দিয়েছে। ইন্ডিয়ার স্টেট হিসেবে এখন আর বাংলাদেশের নাম পাওয়া যায় না। বাংলাদেশের ফোন নাম্বারও এখন আর এক্সেপ্ট করে না।

তারমানে এখন সব চোরাই পথই বন্ধ। এখন তাহলে উপায়??
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.