আমাদের কথা খুঁজে নিন

   

ভোক্তা সেবা কেন্দ্র (কা্স্টমার কেয়ার সেন্টার)



অনেক দিন ধরে ভাবছি 'ওয়ারিদ' এর একটা সিম কিনব । কিন্তূ কিনি কিনি করে কেনা হচ্চিল না । আজকে প্রতিজ্ঞা করে বের হইছি যে কোনো উপায় এ সিম কিনবই । মগবাজারে বন্ধুর অফিসে বসে ছোট ভাইকে ফোন করে জানলাম ওয়ারিদের গ্রাহক সেবা কেন্দ্র (কা্স্টমার কেয়ার সেন্টার) আশেপাশেই আছে, কিন্তূ সঠিক অবস্থান বলতে পারল না। নিরুপায় হয়ে নিজেই খোঁজা শুরু করলাম, রাস্তায় কয়েকজনকে জিজ্ঞাস করলাম।

কেউ বলতে পারল না। হঠাৎ রাস্তার অপর পারে care center দেখে মনটা খুশিতে ভরে গেল,এইবার পেয়েছি,সিম এইবার কিনেই ফেলব । কিন্তূ না,এটি ওয়ারিদের গ্রাহক সেবা কেন্দ্র (কা্স্টমার কেয়ার সেন্টার) না, এটি একটি গ্রামীণ ফোনের গ্রাহক সেবা কেন্দ্র । উপায়ন্তর না দেখে এখানেই ঢুকে পড়লাম এবং তাদের সাহায্য নিয়ে ওয়ারিদের গ্রাহক সেবা কেন্দ্রের অবস্থান জেনে নিলাম । যদিও একটু ইতস্তত লাগছিল.. .।

(চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.