আমাদের কথা খুঁজে নিন

   

খেলারাম খেলে যা...

হিংস্র কিছু শকুন আজ খামছে ধরেছে মানবতার পতাকা...জেগে উঠার এইতো সময়...

কইছিলাম না বাংলাদেশ দেহায়া দিব? এইতো সেদিন। পয়লা ডিসেম্বর। বাংলাদেশ জিম্বাবুয়ের লগে গেল হাইরা। আর ব্লগে ব্লগে শুরু অইয়া গেল আহাজারি,গালাগালি। কান্নাকাটিও আছিল মনে হয়।

আফটার অল বিজয়ের মাস। চরম আবেগের একটা মাসে বাংগালীরা হাইরা যাইবার পারেনা। এইডা অন্তত বাংলাদেশী হিসাবে যে কারোর জন্যই মাইন্যা নেয়া কষ্টের। আমি কিন্তু ভাই আশায় বুক বাঁধছিলাম। জানতাম এই পোলাপাইনগুলা পারবই।

দেহায়া দিব খেলা কারে কয়। এমুন খেলাই দেহাইল জিম্বাবুই কয় ছাইড়া দে বাপ...কাইন্দা বাচনের সময়ডা তো দিবি নাকি? বাঘের বাচ্চা সব। এইনা হইলে আমাগো টাইগার বাহিনী। তয় আমি কেন জানি বাঙ্গালীরে টাইগার কউনের বিরুদ্ধে। টাইগার হয়তো শক্তিমত্তার প্রতীক।

কিন্তু আপনারাই কন তো...বাংগালী কি টাইগারের চেয়ে কম? আরে বাঙ্গালী নামডাই তো কিরাম কিরাম। ডর লাগায়া দেউইন্যা নাম। এই বাংগালী ৫২তে ভাষার লাইগ্যা জীবন দিয়া দিছে। আছে নি মিয়ারা? আর কোন দ্যাশ পারছে?পারে নাই। অনেক দ্যাশ যুদ্ধ করছে কিন্তু পিছনের তেমন কোন সাপোর্ট ছাড়াই কি পাকিস্তানিগো আমরা কচুকাটা করি নাই? থ্রি নট থ্রি কুন রাইফেলের মইদ্যে পড়ে? এইগুলা দিয়াই কোনঠাসা হইয়া গেছিল পাকিস্তানিরা।

ভারত তো পরে আইছে। হেইডা অন্য কাহিনী। তয় বাঙ্গালী হারতে জানেনা। ব্লগার ফিউশন ফাইভের প্রোফাইলে একটা লাইন আছে..."উঠবই পাহাড়টা ওই। "...কেন জানি লাইনটা মনের ভিতরে গেঁথে গেছে।

কেন জানি মনে হয়। ঠিক এরকম কইরাই যদি আমরা মনের ভীতর একটা লাইন পুইষ্যা রাখতাম?...ডিঙ্গাবই...বাঁধাটা ওই... আমি জানি না বললেও বাঙ্গালীর মনের ভিতরে এইডাই আছে। এক এক কইর‌্যা বিশ্বের দরবারে আমাগো নাম উচ্চারিত হইবার লাগছে। ভাল খারাপ সবই তো থাকবই। কিন্তু এই দেশটা যেন ছোড না অয় আমার কুন কামে এইডা খেয়াল রাখতে অইব।

দেশরে ভাল কিছু না দিতে পারি আমারে দিয়া যেন আকাম কুকাম ও না অয়। কেউ যেন বলতে না পারে এইডা দেশের কুলাঙ্গার সন্তান। এরে গদাম দে। সামনে আবার বাঙ্গালীগো খেলা। মাসটা আবার বিজয়ের।

এই মাসে হারন যাইব না মিয়ারা। আশায় বুক বাদলাম আবারো। ৭১ এর এই মাসে দেশটারে পাইছি একদম নিজের কইর‌্যা। বাকি দুইডা খেলাও যেন একদম নিজের কইর‌্যা নিবার পারে আমাগো সাকিব,মুশফিকরা এইডাই কামনা। আশা করি আরেকটা বিজয় আমরা দেখতে পাব এই মাসেই।

খেলারাম খেলে যা...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।