আমাদের কথা খুঁজে নিন

   

খেলারাম খেলে যা, খেলে যা খেলারাম।

রুপ নারানের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগত স্বপ্ন নয়। আমরা যারা বাজারে গিয়ে সস্তা চাল-তরকারি খুজি, যারা বাসে চড়ার জন্য ঘন্টা পর ঘন্টা লাইনে দাড়িয়ে থাকি, যারা কলিজার রক্ত পানি করা পয়সায় মহান সংসদের খরচ চালাই, এম-পি মন্ত্রীদের গাড়ি কিনে দেই---- তাদের জীবন আজ মুলহীন। কেউ কেউ বলছেন এই হত্যা নাকি গণহত্যার ডেফিনেশনে পড়েনা। গণহত্যা না হয় নাই বললাম, শুধু হত্যাই যদি বলি তাও কি কাজটা ঠিক হচ্ছে? দু দিনে ষাট-সত্তর জন মানুষ মরল, তারা কারা? সবাই জামাত-শিবির? সবাই হরতালকারী? সবাই জামাত-শিবির হলেই বা কি? এভাবে গুলি করে মারলে আইন-আদালত কাদের জন্য ? তাহলে সাইদীর বিচারের দরকার ছিলো কি, গুলি করে মারলেই হতো। না, তারা সবাই জামাত-শিবির না।

আজ টিভিতে শুনলাম, পুলিশের ফাকা গুলিতে বারান্দায় দাড়ানো এক ছেলে মারা গেছে। গতকাল প্রথম আলোতে পড়লাম বগুড়ায় মারামারির খবর শুনে ছেলেকে খুজতে বের হয়ে বাবা গুলি খেয়ে মরেছে। এদেশে বহু হরতাল হয়েছে, এমন অকাতরে পুলিশের গুলি আর কোনদিন দেখা যায়নি। পুলিশের গুলিতে দু-দিনে ষাট-সত্তর জন মানুষ মারা গেলে তার ডেফিনেশন কি হবে দয়া করে বলবেন। যে মা তার নিরিহ সন্তান হারালো , যে বোন তার নিরিহ ভাই হারালো তাদের কাছে দায়বদ্ধতা কার? সহিংসতা যদি প্রতিবাদের ভাষা না হয়, অকাতরে গুলি করাও দমনের ভাষা হতে পারেনা।

আর গুলি যদি করেনই সেই গুলি বারান্দায় দাড়িয়ে থাকা ছেলেটার বুকে লাগবে কেন। এই আন্দোলন সামাল দিতে সরকার পুরোপুরি ব্যর্থ। গুলি চালানোর অনুমতি দেবার আগে জননিরাপত্তার কথা বিবেচনায় আনা উচিত ছিলো। আমরা তিন বেলা পোলাও মাংস চাইনা, শান্তি চাই। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।