আমাদের কথা খুঁজে নিন

   

রা.বি. শেরে বাংলা হলের ডাইনিং এর খাবারের মেনুতে ইদুর।। ইয়ামি ইয়ামি ইয়ামি খাইতে মঞ্চায়

নিজের ছাঁয়ার কাছ থেকে পালিয়ে থাকার প্রানান্তকর প্রচেষ্টায় আছি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের ডাইনিং এ ইদুরের ভুনা করে খাওয়ানো হয়েছে। । রাজশাহী বিশ্ববিদ্যালয়। ।

কতো বড় ক্যাম্পাস। । ৩০০০০ ছাত্র ছাত্রী। । কতো অদ্ভুত ঘটনার জনক এই ক্যাম্পাস।

। তার কিছু কিছু কল্পনাকেও হার মানায়। । গত পর্শুদিন হটাত করে কার মুখে শুনতে পাই শেরে বাংলা হলে মারামারি,ডাইনিং ভাংচুর । ।

ঘটনা কি । । এর পরে যা জানতে পারলাম তা শুনে আমার বাড়িতে রাতের খাবার খাওয়ার রুচি হারিয়ে গেলো। । শেরে বাংলা হলের ডাইনিং এর খাবারে নাকি ইদুর পাওয়া গেছে।

। ভুল ক্রমে যদি পাওয়া যেতো তা হলেও কথা ছিলো। । ইদুর নাকি ইচ্ছা করে ভুনা করা হয়েছে। ।

অনেক গুলো ইদুর রান্না করা হয়,যার একটার শরীরে কিছুটা লোম থেকে যায়। । (ব্যাটা নিখুত ভাবে কাজ করতে পারস না???) তা দেখেই ডাইনিং এর এই দুর্নিতির কথা ফাস হয়ে যায়। । পরবর্তীতে বিক্ষুব্ধ ছাত্ররা ডাইনিং এর চেয়ার,টেবিল ভাংচুর করে।

। তার পরেও নাকি হল প্রভোস্ট কে কিছুক্ষন তালা বদ্ধ করে আটকে রাখা হয়। । খুবই মজার ঘটনা । ।

বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ তাহলে এই ভাবে বিশ্ববিদ্যালয় থেকে ইদুর নিধন কর্মসুচী হাতে নিয়েছে !!! প্রশঙ্গত উল্লেখ করা যেতে পারে বেশ কিছু বছর আগে মাদার বক্স হলে শিয়ালের মাংশ খাওয়ানোর ঘটনা তখন তোলপাড় তুলেছিলো। । বড়ই শখ হয় হলে থাকবো। । কিন্তু এইসব ব্যাপার যখন চোখের সামনে ঘটতে থাকে তখন মনে হয় আহ।

। বাড়িতে আছি কতো শুখে আছি। । হোম সুইট হোম। ।


 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.