আমাদের কথা খুঁজে নিন

   

সবার জন্য একটি সতর্কতামুলক পোষ্ট



আজ সকালে কাজের জন্য হামাদ টাউনের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলাম। জনাবিয়া নামক এক জায়গায় রাস্তায় একটি দুর্ঘটনা দেখলাম। দেখে আমি খুব ভয় পেয়েছি। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমরা যারা গাড়ি ড্রাইভ করি তাদের মধ্যে অনেকেই একটু সময় বাচানোর জন্য রেড সিগনাল ক্রস করি আবার অনেকেই গ্রীন সিগনালে এনটার হবার সময় ডানে বামে ভালভাবে খেয়াল করি না।

রেড সিগনাল অমান্য করে কাল রংয়ের BMW গাড়ীটি সাদা রংয়ের পিকআপভেনের সামনের দরজা সহ টায়ারে ধাক্কা দেয়। ভেনের দরজার কব্জায় প্রচন্ড বেগে ধাক্কা লাগায় দরজা আনলক হয়ে ড্রাইভার রাস্তায় ছিটকে পরে যায়। পিকআপের ড্রাইভাররে সেফটি বেল্ট বাধা ছিল না। রাস্তায় পরে থাকা বৃদ্ধ লোকটি সাদা পিকআপভেনের ড্রাইভার। বৃদ্ধ লোকটির নাক এবং কার দিয়ে প্রচুর ব্লিডিং হচ্ছে।

BMW গাড়ীটি পিকআপভেনে ধাক্কা দিয়ে সিগনাল পোষ্টের দিকে ছিটকে পরে, সিগনাল পোষ্টে ধাক্কা লেগে উল্টো দিকে ঘুরে যায় এবং বিপরিতদিক থেকে আসা একটি পিকআপভেনের দরজায় ধাক্কা দেয়। এই পিকআপের ড্রাইভার ছিল বাংলাদেশী ভাই। তবে বাংলাদেশী ভাই সুস্হ আছেন। BMW গাড়ীর ড্রাইভার একটু আহত হয়েছেন এবং এই অবস্হা দেখে একটু পাগলের মত আচরন করতেছে। এম্বুলেন্সের ভিতরে ঢুকানোর পুর্ব পর্যন্ত বৃদ্ধলোকটিকে আমি জীবিত দেখেছি।

তবে বৃদ্ধলোকটির অবস্হা খুব গুরুতর। দোআ করবে সবাই ওনার জন্য। আর সবাইকে বলছি, ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদে থাকুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.