আমাদের কথা খুঁজে নিন

   

একাত্তরের ঘটনা



একাত্তরের ঘটনা মায়ের সামনে ছেলেটাকে করলো গুলি পাকসেনারা মেয়েটাকেও ছাড়লো না, টেনে হিঁচ্‌ড়ে নিয়ে গেলো করবে বলে লাঞ্ছনা এযে একাত্তরের ঘটনা। যুদ্ধে যাবে ছেলে, বুকের মাঝে পাথর বেঁধে মা পাঠাল ছেলেটাকে বাবা দিলেন সান্ত্বনা; এ যে একাত্তরের ঘটনা। বউ, মেয়ে বা মাকে রেখে কিংবা বাবা, ছেলেকে ফেলে যোদ্ধা গেলো যুদ্ধেতে পাকসেনাদের রুখতে হবে মাতৃভূমি স্বাধীন হবে প্রয়োজনে মরতে হবে, নিজের জীবন বিলিয়ে দিয়ে স্বাধীনতা আনতে হবে এটাই ছিলো মন্ত্রণা এ যে একাত্তরের ঘটনা। রাজাকাররা হাত মেলালো পাকসেনাদের সাথে, আলবদরও হলো সাথী এরা মিলে করলো গঠন শান্তি কমিটি। শান্তি কমিটি? এদের কাজটা ছিলো কি? কেমন করে খুনি হবে, পশু হবে, দেশমাতাকে কষ্ট দেবে, মুক্তিসেনা ধরিয়ে দেবে, মা বোনদের হরণ করে লাজ-লজ্জা বিলিয়ে দিয়ে পশুর চেয়েও পশু হবে। এসব তো নয় রটনা; এ যে একাত্তরের ঘটনা। এমনি করে নয়টি মাসের যুদ্ধ হলো শেষ মুক্তিরা সব করলো ধারণ বিজয়ীরই বেশ দেশটা মোদের স্বাধীন হলো আসলো স্বাধীনতা বিনিময়ে দিতে হলো অনেক অনেক রক্ত তাজা, ছিলো অনেক দুঃখ গাঁথা, তিরিশ লক্ষ প্রাণের কথা কয়েক লক্ষ মায়ের কথা; বোনের কথা সাথে ছিলো ত্যাগের কথা এবং ছিলো ঘৃণার কথা এসবই হলো বাংলাদেশের স্বাধীনতার কথা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।