আমাদের কথা খুঁজে নিন

   

একাত্তরের চিঠি

বাংলা আমার দেশ

৫.৪.১৯৭১ মা আমার সালাম গ্রহণ করবেন। পর সংবাদ আমি আপনাদের দোয়ায় এখোনো পর্যন্ত ভালো আছি। কিন্তু কতদিন থাকতে পারব বলা যায় না। বাংলা েমাকে বাঁচাতে যে ভূমিতে আপনি আমাকে জন্ম দিয়েছেন,যে ভাষার কথা শিখিয়েছেন,সেই ভাষাকে সেই জন্মভূমিকে রক্ষা করতে হলে আমার মতো অনেক জিন্নার প্রাণ দিতে হবে। দুঃখ করবেন না মা।

আপনার সম্মান রক্ষা করতে গিয়ে যদি আপনার এই নগণ্য ছেলের রক্তে রাজপথ রঞ্জিত হয়,সে রক্ত ইতিহাসের পাতায় সাক্ষ দেবে যে বাঙালি এখোনো মাতৃভূমি রক্ষা করতে নিজের জীবন পর্যন্ত বুলেটের সামনে দিতে দ্বিধা বোধ করে না। সময় নেই। হয়তো আবার কখন দেৌড় দিতে হয় জানি। তাই এই সামান্য পত্রটা দিলাম। শুধু দোয়া করবেন।

সবার কাছে ক্ষমা চাচ্ছি। মা যদি আমরা সত্যি এই পবিত্র জন্মভূমি থেকে ইংরেজ বেুনিয়াদের মতো পান্জাবী গুন্ডাদের তাড়িয়ে দিয়ে দেশকে মুক্ত করতে পারি,তবে হয়তো আবার আপনার সঙ্গে দেখা হবে। বিদায় নিচ্ছি মা। ক্ষুদিরামের মতো বিদায় দাও। যাবার বেলায় সালাম মা...মা...মা...যাচ্ছি ইতি জিয়া



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।