আমাদের কথা খুঁজে নিন

   

কে তুমি হে মানবী যিশু



কুহেলি সন্ধ্যায় তুমি যখন মুক্ত শিশিরকে সাক্ষী রেখে গুণগুন গলা ছাড়ো আমার কাছে তা বেহেশতের হাউজে কাউসার পান করার মতই সুখের মনে হয় মধ্য দুপুরের সুর্যকে সময়ের পেছনে ফেলে তুমি যখন অভিমানের সপ্ত সিড়িতে অবস্থান করো দেখার মত তার চেয়ে ভালো দৃশ্য আর কী হতে পারে?র্ মায়াবী মধ্য রাতের চাঁদকে সাক্ষী রেখে দক্ষিনা আকাশ দেখা সুখ জাগানিয়া ¯িœগ্ধ শীতের বাতাসকে জোর মুর্চনায় আহ্বান জানানো অথবা জীবনানন্দের কবিতায় ক্ষণিকের জন্য নিজেকে সপে দেয়া সবই তোমার হিসেবি জীবনের অপ্রত্যাশিত রুটিন এগিয়ে চলা। জ্যোৎন্সা, বৃষ্টিবিলাস, সাইবেরিয় পাখির খোঁজে বিনিদ্র অগ্রহায়ন বিকেল নতুনের প্রত্যাশায় হাওড়ে-বিলে হয় তোমার মিতালি ভাদ্রের ঝরে পড়া তাল অথবা খেজুরের রস প্রথাগত কিছুই তোমার মন ভরাতে পারেনা পারেনা তোমায় খুশি করতে কোন সাজানো বাগান। মাতাল হাওয়ার কাটা ধরা শিহরণ আথবা পশ্চিমা মেঘের তলে নিভু নিভু সুর্য তোমার মনে যে চিত্রপট আঁকতে পারে তার চেয়ে ঢের পারে প্রজাপতি ছানার এ ফুল ও ফুল মধু আহরণের চিরায়ত ছুটে চলা জানার কৌতুহল নিয়ে কতবার তোমার নিকটে ঘেষেছি পারিনি তোমায় বুঝতে, যাবে কী জানা পথ জানা নেই। আমাদের এই অগোছালো শহরে কে তুমি ব্যতিক্রম হে মানবী যিশু! যেমনি অবেলায় দেখা দিয়েছিলে-জানি তেমনি যাবে চলে না বলে রহস্য সাগরের কিনারা উদ্ধারে আমার সেই শক্তি কই? তবুও বলি তোমায় বিদায় বেলায় দিও তোমার চরণ ধূলি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।