আমাদের কথা খুঁজে নিন

   

ইউনিয়ন পরিষদ পর্যায়ে তথ্য সেবা কেন্দ্রের খরচ দেবে কে?

আমি প্রগতির সন্ধানে ছুটছি

ডিসেম্বর মাসের শুরুর দিকে আমার নিজ ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্রের হাল হকিকত নিজ চোখে পরখ করলাম। বলতে হয়, এটি ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে অন্যতম পদক্ষেপ। কিন্তু তথ্য সেবা কেন্দ্রে যাদের নিয়োগ দেয়া হয়েছে তাদের বেতন দেবে কে? অবশ্যই সরকারকে এ দায়িত্ব নিতে হবে। তথ্য সেবা কেন্দ্রে নিয়োজিত ব্যক্তিদের অনেক অভিযোগ পেলাম। তাদের কোনো বেতন নেই।

তেমন কোনো প্রশিক্ষণও দেয়া হয়নি। শুধু মাত্র একটি কম্পিউটার আর মডেম দেয়া হয়েছে। সাথে আছে হেডফোন আর প্রিন্টার। বিদ্যুৎ না থাকায় কাজ ব্যাহত হচ্ছে। আর মডেমও ঠিকমতো কাজ করছে না।

সরকার অনেক কিছু পারলে তথ্য সেবা কেন্দ্র কর্তব্যরত ব্যক্তিদের খরচও দিতে পারবে। তাদের বেতন দেয়া হলে তারা অবৈধ পথে আয় করার চিন্তা করবে না। কম্পিউটারগুলো নেহায়েত বিনোদনের কাজে ব্যবহার হবে না। এগুলো হয়ে উঠবে জনগণের সেবক। সরকারের প্রতি আকুল আবেদন জানাবো এই তথ্য সেবা কেন্দ্রের জন্য আপনারা অনেক করেছেন।

আর একটু করুন। জয়রাম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.