আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্র ইউনিয়ন-এর ৫৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত



শিক্ষা কাজ ও দেশ গড়ার ধারাবাহিক সংগ্রামকে আরো বেগবান করার প্রত্যয় নিয়ে র‌্যালি, ছাত্র-সমাবেশসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ছাত্রইউনিয়নের ৫৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলায় বেলা ১২টায় সংগঠনের সভাপতি মানবেন্দ্র দেবের সভাপতিত্বে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট গবেষক ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম শুভ, ঢাকা মহানগরের সভাপতি সুচিত্রা সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবু তোয়াব অপু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক অভিনু কিবরিয়া ইসলাম, ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর মঈন। সমাবেশটি পরিচালনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জল। সমাবেশে ২০১২ সালে সংগঠনের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীকে লক্ষ্য রেখে সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ইউনিয়নকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। সমাবেশের পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এছাড়াও আগামী ৩০ এপ্রিল টিএসসি ক্যাফেটেরিয়ায় বিকাল ৩টায় আয়োজিত পুনর্মিলনীতে ছাত্র ইউনিয়ন পরিবারের সকল সদস্যকে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.