আমাদের কথা খুঁজে নিন

   

নেইমারকে নিয়ে কোনো সমস্যা নেই মেসির

বুধবার থাইল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে প্রথমবারের মতো ম্যাচের শুরু থেকে একসঙ্গে খেলেছেন দুই তারকা। থাইল্যান্ডকে ৭-১ গোলে হারানোতে মেসি করেন জোড়া গোল। নেইমারও দেখা পান বার্সার জার্সিতে প্রথম গোলের।
সম্প্রতি মেসি-নেইমার জুটির সাফল্যের ব্যাপারে সন্দিহান প্রকাশ করেন ইয়োহান ক্রুইফ। খেলোয়াড় হিসেবে পাঁচ বছর এবং কোচের ভূমিকায় আট বছর বার্সার ক্যাম্প নিউ-এ কাটানো এই ডাচ-কিংবদন্তি বলেন, “তারা দুজনই প্রতিভাবান।

কিন্তু সবার আগে আমাদের দেখতে হবে তারা একে অন্যের সঙ্গে এবং বাকি দলের সঙ্গে কেমন খেলে। একটি জাহাজে দুজন ক্যাপ্টেন থাকলে সমস্যা হতেই পারে!”
হয়তো এ কথার জবাবেই বার্সেলোনার সঙ্গে মালয়শিয়া সফরে আসা মেসি গত বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়ালা লামপুরে এক সংবাদ সম্মেলনে বলেন, "আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। খেলার মাঠে ও মাঠের বাইরে আমাদের মধ্যে বোঝাপড়া অল্প অল্প করে বাড়ছে। "
নেইমারের প্রশংসা করে মেসি বলেন, "আমাদের একসঙ্গে খুব বেশি খেলা হয়নি, কিন্তু আমি নিশ্চিত যে, সে ক্লাব, খেলোয়াড় ও সমর্থকদের জন্য অনেক আনন্দের উপলক্ষ আনবে। "
মেসি জানান, নতুন কোচ জেরার্দো মার্তিনো বার্সেলোনার আক্রমণাত্মক ফুটবলকে আরো উন্নত করতে চান।


"তিনি চান আমরা যেন প্রতিপক্ষের উপর আরও চাপ তৈরি করি এবং তাদের পা থেকে বল যত দ্রুত সম্ভব নিজেদের আয়ত্বে নিয়ে আসি। "
কোচের সঙ্গে খেলোয়াড়দের বোঝাপড়াটাও দিনে দিনে বাড়ছে বলে জানান চারবারের বিশ্বসেরা ফুটবলার মেসি।
বার্সেলোনা প্রাক-মৌসুম সফরের শেষ ম্যাচটি খেলবে শনিবার রাতে মালয়শিয়া একাদশের সঙ্গে।
২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড মনে করেন প্রস্তুতি ম্যাচগুলো দলের অনেক উপকারে আসবে।
"সফরগুলোতে আমরা খুব ভালো করছি।

অনেক অনুষ্ঠানে যোগ দিচ্ছি, অনেক ভ্রমণও করছি। কিন্তু যখনই পারছি, আমরা অনুশীলন করছি এবং প্রস্তুতি ম্যাচগুলো গুরুত্বের সঙ্গে নিচ্ছি। "
"এ ম্যাচগুলো আমাদের ছন্দে ফিরতে সাহায্য করছে। এই প্রস্তুতির ফলে খুব ভালো অবস্থায় থেকে আমরা আগামী মৌসুম আমরা শুরু করতে পারবো", যোগ করেন আর্জেন্টিনার এই তারকা।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.