আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা রম্য সাহিত্যের কয়েকজন কিংবদন্তী

গাই জীবনের গান

বাংলা রম্যসাহিত্যে wit, humour এবং ব্যঙ্গাত্মক রস পরিবেশনে পারঙ্গম কয়েকজন কৃতি লেখকের নাম- ১। সৈয়দ মুজতবা আলী ২। পরশুরাম(রাজশেখর বসু) ৩। প্রেমেন্দ্র মিত্র ৪। বনফুল(বলাইচাঁদ মুখোপাধ্যায়) ৫।

শিবরাম চক্রবর্তী ৬। নারায়ণ গঙ্গোপাধ্যায় সৈয়দ মুজতবা আলীর "চাচাকাহিনী",নারায়ণ গঙ্গোপাধ্যায়ের "টেনিদা",শিবরাম চক্রবর্তীর "হর্ষবর্ধন-গোবর্ধন",বনফুল(বলাইচাঁদ মুখোপাধ্যায়)-এর ছোটগল্পগুলো,প্রেমেন্দ্র মিত্রের "ঘনাদা",পরশুরাম(রাজশেখর বসু)-এর "বিরিঞ্চিবাবা" বাংলা সাহিত্যে অমলিন হয়ে থাকবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও "কমলাকান্তের দপ্তর"নামে অসাধারণ একটি বই লিখে গেছেন। এর আগে পরে তিনি এধরণের লেখা লিখেছেন কীনা জানি না। তবে রম্যসাহিত্য লিখেও তিনি বিখ্যাত হতে পারতেন তা এটা পড়লে বুঝা যায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.