আমাদের কথা খুঁজে নিন

   

দরিদ্রদের 'ইউনূসফাঁদ' না বিডিনিউজ২৪-এর "হলুদ সাংবাদিকতার" ফাঁদ ?



আজ বিডিনিউজ২৪ শান্তিতে নোবেল বিজয়ী ড. ইউনূসকে জড়িয়ে এক সংবাদ প্রকাশ করেছে । তাতে একটি পিডিএফ ফাইলে বেশ কিছু ডকুমেন্ট ও নরওয়েরজিয়া এক প্রামাণ্য চিত্রের দলিল দিয়ে বলা হয়েছে ড. ইউনুস দাতাদের দেয়া ১০ কোটি ডলারের বেশী হাতিয়ে নিয়েছেন । ভাল কথা, আমরা আম পাবলিক, যে যাই বলে আমরা বিশ্বাস করি । কিন্তু ড. ইউনুসতো আর হুমায়ূন আহমেদ নন যে তার নামে বলে যাবে আমরা তাই বিশ্বাস করব । আমাদের এই রিপোর্টের সত্যতা নিয়ে ভাবার সময় হয়েছে ।

বিডিনিউজ২৪ এর এই রিপোর্টের কিছু বিষয় লক্ষণীয় । ১। রিপোর্টের শিরোনামের সাথে লেখাটির সংশ্লিষ্ঠতা কতটুকু ? ড. ইউনুসের আথির্ক জালিয়াতির রিপোর্টে ক্ষুদ্রঋণকে বিতর্কিত করা হলো কেন ? নিশ্চয়ই নোবেল কমিটির কর্মকতা বা সারা বিশ্বের অর্থনিতিবিদরা বিডিনিউজ বা সেই টিভি চ্যানেলের সাংবাদিক থেকে বোকা না যে তাকে microfinance এর জনক হিসেবে মাথায় তুলে রাখবে । বিশ্ববিদ্যালয়গুলোর ফ্যাকাল্টিগুলোতো মূর্খ নয় যে যেকারো তত্ব নিয়ে কোর্স চালু করবে । মাইক্রোফাইনান্স যদি তই খারাপ হয়ে থাকে তাহলে এখনো নানা দেশে এটি চালু করার জন্য সরকারীভাবে উদ্যোগ নেয়া হচ্ছে ।

২। বাংলাদেশে তার মাপের ব্যাক্তিত্ব আমার চোখে আর বেশি নেই । এই ধরণের রিপোর্ট করার আগে তার সাথে কথা বলা পূর্যন্ত কি অপেক্ষা করতে পারত না ? বিডিনিউজের চেষ্টাটা কি যথেষ্ট ছিল ? তিনিতো টাকা নিজেই বিদেশে নিয়ে যান নাই, গ্রামীন কল্যানের কারো সাথে কি কথা বলা যেতো না ? "বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পক্ষ থেকেও ইউনূসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তার এক সহকারী জানিয়েছেন, মুহাম্মদ ইউনূস বিদেশে আছেন এবং ১২ ডিসেম্বর ফিরবেন। ওই সহকারী ইউনূসের সঙ্গে যোগাযোগের জন্য তার একটি ই-মেইল ঠিকানা দিয়েছেন।

"--বিডিনিউজ২৪ মেইলেও কি একবার এই ব্যাপারে জানতে চাওয়া যেত না ? ৩। যে দেশের অন্যতম বড় ব্যাবসায়িক গোষ্ঠীর (টেলিনর) সাথে তার ব্যবসায়িক দ্বন্দ চলছে সেই দেশের সাংবাদিকরাই কেন এই "so called মহাসত্য" আবিস্কার করলেন ? তাও আবার ঘটনার ১৩ বছর পরে যখন ড. ইউনুস টেলিনরের বিরুদ্ধে মামলা করার প্রস্তুত নিচ্ছে ? ৪। বিডিনিউজ২৪ শেষ কবে এরকম এক্সক্লুসিভ রিপোর্ট সাইটের মূল আর্কষন বানিয়ে ঝুলিয়ে রেখেছিল ? দেশেতো আরো মহৎ মহৎ ব্যাক্তি আছে, কারো ব্যাপারেইতো বিডিনিউজ এইরকম wikileaks, wikileaks খেলে নাই ! বিডিনিউজ২৪ কি আর কারো ব্যাপারেই এইরকম তথ্য প্রকাশ করর সাহস পায় নাই ? আমি বলছি না বিডিনিউজ টেলিনর থেকে টাকা খেয়ে এই রিপোর্ট করেছে । আমার কথা হচ্ছে সবার সাথে সবকিছু চলে না, বিদেশী এক রিপোর্টের উপর ভিত্তি করে দেশীয় আবিস্কারকে অপমান করা মানায় না । কে ভাল কে মন্দ তা সময়ই বলে দিবে , তবে যাইহোক বিডিনিউজ দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিলো ।

[লিংক বিডিনিউজের রিপোর্ট Click This Link ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.