আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসি যার গান,শ্যামল মিত্র


আমার মতে,(আরো অনেকে হয়ত একমত হবেন) মানুষের রুচি,পছন্দ-অপছন্দের ওপর পরিবারের প্রভাবটা অনেক। আমার বাবা অনেক দিন ছিলেন দেশের বাইরে। আমার মা আর ছোট্ট আমি ছিলাম একে অপরের পরিপূরক। মা গান শুনতে ভালবাসতেন খুব। সকালে আমার ঘুম ভাঙত রেডিওর গানের আওয়াজে।

মায়ের আমার মায়ের প্রিয় গায়ক ছিল শ্যামল মিত্র। আমিও মনের অজান্তে কখন যেন তার গান ভালবেসে ফেললাম। চিরসবুজ,আবেগী,অদ্ভুত মায়ায় মাখা তার কন্ঠ। তার কোন গানটা বেশি প্রিয়,বলতে পারব না। আবার কোন গান নেই যেটা ভাল লাগে না এখানে কয়েকটা "বেশি" প্রিয় গানের লিঙক দিলাম।

সেদিনের সোনা ঝরা সন্ধা যদি কিছু আমারে সুধাও আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আহা ঐ আকাবাকা যে পথ যায় সুদুরে ভালবাসো তুমি শুনেছি অনেকবার
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.