আমাদের কথা খুঁজে নিন

   

বোরখা কোনো সমাধান নয়!!

ফুলপাতা

বলা হচ্ছে এবং কেউ কেউ লিখে বোঝানোর চেষ্টা করতেও ছাড়েনি যে বোরখা পড়লে মেয়েদের আর রাস্তাঘাটে কেউ অপমান করবে না, উত্যক্ত করবে না। তাদের ওপর যৌন হয়রানিও হবে না। বলাই বাহুল্য, এসব কারা বলে তা বোধহয় আমরা বুঝতে পারি। কিন্তু আসলেই কি এসব কথা সত্যি? দেশে যদি বিপর্যয় আসে দেবালয় কি বাঁচে সে বিপদ থেকে? পচন যদি ধরেই থাকে তার চিকিঃসা না করে টিকিতে চুল রেখে ব্রাহ্মেনর পদধুলি নিলে কিংবা পীরের পানি পড়া খেলে কি তা ভাল হয়ে যায়? স্বয়ং আল্লাহই তো বলেছেন যে নিজের অবস্থার পরিবর্তন করতে চায় না তাকে তিনিও সাহায্য করেন না! বোরখার দোহাই যে ধোপে টেকেনা তার একটি আলামত: বখাটের উৎপাতে মাদ্রাসা ছাত্রীর পরিবার ভিটেছাড়া!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।