আমাদের কথা খুঁজে নিন

   

বোরখা সমাচার

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

পশ্চিমের দুনিয়া ধর্মের (বিশেষ করে ইসলাম) ব্যপারে বেশ উগ্র হয়ে পড়েছে। শেষ পর্যন্ত তা সংঘাতে পরিনত হওয়ার ভয় থেকেই যায়। কিছুদিন আগে সুইডেনে মিনার নির্মানে নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে যুক্তিকতা এই ছিল যে মিনার নাকি মুসলমানদের শৌর্যের প্রতিক। এতে খোদ সুইডেনের কিছু জনগন লজ্জিত হয়ে পড়েন।

চিন্তা করুন বাংলাদেশ মুসলিম অধ্যুষিত মুসলিম দেশ বলে কেউ যদি মন্দিের মুর্তি নির্মানে আপত্তি তুলে কি রকম তোলপাড় পড়ে যাবে। কিছুদিন আগে হল্যান্ডের একজন নেতাকে জনগন নির্বাচিত করেন, যার মেনিফেষ্টোর একটি ছিল কোরানকে নিষিধ্ব করা হোক। লোকটি চরম মুসলমি বিদ্বেষী। সাইনে কোন কারনে যদি আপনার মুখ থেকে বেরিয়ে পড়ে লজ্জাকে ব্যান করে সঠিক কাজটি করা হয়েছে তাহলে আপনের দফরফা করে দিতে তথাকথিত মুক্তচিন্তার লোকজনেরা একসাথে দাড়িয়ে পড়বেন। ইরানকে একঘরে করার জন্য সব ঠিকঠাক করাতে পশ্চিমারা ঘাম ঝরাচ্ছে।

আগামি সপ্তাহে ৪০ টি দেশের নেতাকে ওবামা আমন্ত্রন জানিয়েছেন পরমানুর উপর একটি আলোচনার জন্য। আমন্ত্রিত হল ইসরায়েলের প্রধানমন্ত্রি নেতিনিহু। কিন্তু তিনি তার সফল বাতিল করেছেন। কারন কি জানেন? তার আশংকা তুরস্ক কিংবা মিশর ইসরায়েলের পরমানু কর্মসুচির ব্যাপারে প্রশ্ন তুলতে পারে। এখন আবার ইউরোপের দেশে দেশে বোরখাকে নিষিদ্ধ করার মাতম উঠেছে।

নিষিদ্ধ হয়েছে বেলজিয়ামেও যেখানে মুসলমানদের সংখ্যা ৫ লাখ। আর বোরখা পরেন কয়জন জানেন? এক কি দুই ডজন মুসলমান মেয়েরা। জেনে অবাক হবেন যে তার চাইতে বেশি বোরখা বা ভেইলে নিজেকে আবৃত করেন বেলজিয়ামের নানেরা। আমাদের দেশে একসময় সবচাইতে সম্মানিত মানুষজন ছিলেন ধর্মীয় ব্যক্তিত্বরা। পশ্চিমাদের হল গিয়ে পাদ্রী আর নানেরা।

ভেইল যদি ওদের সম্মানিত মহিলারা বিনা ঝামেলায় পড়তে পারেন তাহলে মুসলিম মেয়েরা পড়লে অসুবিধা কোথায়। বাইবেলের First Epistle Corinthians, chapter 11. verses 3-10. লেখা আছে.. But I would have you know that the head of every man is Christ and the head of the woman is the man, and the head of Christ is God. Every man praying or prophesying with his head covered, disgraces his head. But every woman praying or prophesying with her head uncovered disgraces her head, for it is the same as if she were shaven. For if a woman is not covered, let her be shaven. But if it is a disgrace for a woman to have her hair cut off or her head shaved, let her cover her head. A man indeed ought not to cover his head, because he is the image and glory of God. But woman is the glory of man. For man was not created for woman, but woman for man. This is why the woman ought to have a sign of authority over her head, because of the angels. তার মানে প্রার্থনার সময় একজন মহিলাকে অবশ্যই মাথায় কাপড় রাখতে হবে। এমনকি নিজের স্বামীর সামনে হলেও। আর এটি হল গিয়ে মহিলাদের উপর পুরুষদের কর্তৃত্ব প্রমানের জন্য। ১৯৬০ সাল পর্যন্ত ক্যাথলিক মেয়েদের চার্চে মাথা ঢাকাটা বাধ্যতামুলক ছিল।

মরিয়ম রা: যতগুলো শৈল্পিক চিত্রকর্ম আছে প্রতিটিতে তার মাথা আবৃত। কিন্ত কোরানের এমন কোন আয়াত দেখাতে পারবেন যেখানে এমনটি বলা হয়েছে। বোরখাকে ইসলামে দেখা হয় মডেষ্টি কিংবা শালীনতার প্রতীক হিসাবে। রানী এলিজাবেথের মত পশ্চিমাদের নেতৃস্থানীয় মেয়েরা যখন জনগনের সামনে যখন আসেন তখন কি সুন্দর নিজেকে ঢেকেঢুকে আসেন। স্বল্পবসনা হয়ে আসেন না কখনো।

কিন্তু স্বল্পবসনা করেন সাধারন জনগনকে। নেটে এন্তার সাইট আছে যেখানে খ্রিষ্টাম মহিলাদের কাছে আবেদন করা হয় মাথা ঢেকে রাখার জন্য। অথচ ইসলাম প্রত্যেকজন মহিলাকেই সম্মানের চোখে দেখেন। তাহলে মুসলমানদের মহিলাদের বস্রহরণে পশ্চিমারা এত উতলা হয়ে উঠেছেন কেন? সাথে যোগ দিয়েছে স্থানীয় পর্যায়ের কিছু দালালেরা। মেয়েদের স্বাধিনতা দানে এতের দরদ দেখলে মেকি ভাবতে আপনার কষ্ট হবে।

পশ্চিমা দেশে লক্ষ কোটি মেয়েরা পাচার হয় অনুন্নত দেশগুলো থেকে পশ্চিমা বুড়োদের লালসা মেটাতে। আগে ঐ মেয়েগুলোর স্বাধিনতা রক্ষায় এদের নির্লিপ্ততা কেন। এক টাইগার উড পরকিয়া করলে তার ক্যারিয়ার নিয়ে টানাটানি পরে যায়। তোলপাড় উঠে মিডিয়াতে, আর আমাদের সমাজে যতসব বেলাল্লাপনার বিষ ঢোকানে হয় নারী স্বাধিনতার নামে। তাইত আজ পুলিশ মোতায়েনের প্রয়োজন পরে ষ্কুলের সামনে।

মেয়েদের আত্বহত্য করতে হয় মান বাচাতে। ডিজুস কালচারের অগ্রযাত্রা তাতেও থামবে কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।