আমাদের কথা খুঁজে নিন

   

সোনালী কয়েন



এক টাকার সোনালি কয়েন বিক্রির খবর স্রেফ গুজব ॥ বাংলাদেশ ব্যাংক অর্থনৈতিক রিপোর্টার ॥ গুজবেই বিক্রি হচ্ছে এক টাকা মূল্যমানের সোনালি রঙের কয়েন। রাজধানী ঢাকাসহ সারাদেশে এ কয়েন নিয়ে তোলপাড় শুরম্ন হলেও বাসত্মবে এর কোন ভিত্তি নেই। সচেতন মহলের সঙ্গে বাংলাদেশ ব্যাংকও এর সত্যতা স্বীকার করেছে। পাশাপাশি এক টাকার সোনালি কয়েন বিক্রি নিয়ে যাতে জনমনে হয়রানি ও বিভ্রানত্মির সৃষ্টি না হয় সে লৰ্যেই সংশিস্নষ্ট সকলকে সচেতন থাকারও অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রবিবার বাংলদেশ ব্যাংকের একটি বিজ্ঞপ্তিতে উলেস্নখ করা হয়েছে, এক টাকা মূল্যমানের সোনালি রঙের কয়েন উচ্চ মূল্যে বিক্রি নিয়ে যে খবর রয়েছে তা কোনভাবেই যুক্তিযুক্ত নয়।

কারণ এ কয়েনে তামার পরিমাণ ৬৯, দসত্মা ৩০ ও টিন রয়েছে ১ শতাংশ। এসব উপাদান মিলে এক টাকা মূল্যমানের এ কয়েনের ওজন ৪ গ্রাম। এসব কয়েন ১৯৯৮-৯৯ সালের মধ্যে বাংলাদেশে আনা হয়েছে। যার প্রতিটি কয়েনের মূল্য দাঁড়িয়েছে ৭৮ পয়সা। কিন্তু এটি কোনভাবেই এক টাকার ওপরে বিক্রি হতে পারে না।

আরও উলেস্নখ করা হয়েছে, টাকা ও কয়েন বিক্রি করা আইনত অপরাধ। আইন ভঙ্গ করে যারা কয়েন বিক্রি বা প্রচারণার সঙ্গে জড়িত থাকবেন তাদের বিরম্নদ্ধে সরকারের সংশিস্নষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। এদিকে সারাদেশে কমবেশি সোনালি রঙের কয়েন গোপনে বিক্রি হচ্ছে বলেও খবর পাওয়া গেছে। অনেকে আবার বেশি দরে কয়েন বিক্রি করবে বলেও জমিয়ে রাখছেন। কিন্তু কে বা কারা সোনালি রঙের এক টাকা মূল্যমানের কয়েন বিক্রি করছেন তা কেউই বলতে পারেছেন না।

শুধু শোনা যাচ্ছে অতিরিক্ত মূল্যে সোনালি রঙের কয়েন বিক্রি করা হচ্ছে। উচ্চ মূল্যে কয়েন বিক্রি হওয়া এবং জনগণের মধ্যে বিভ্রানত্মি সৃষ্টি প্রতিরোধেই বাংলাদেশ ব্যাংক থেকে এ নির্দেশনা প্রদান করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।