আমাদের কথা খুঁজে নিন

   

সোনালী

সোনালী তুমি সোনা রৌদ্দুরে বেড়িয়েছো কখনো, দেখেছো ডাহুক পাখিটি !শুনেছো তার ডাক? কোন কোকিলের ডাক শুনেছো কখনো দেখেছো গোধুলীর আলোয় অবাক বজ্রপাত? খোলা আকাশের নীচে ঝিরিঝিরি বাতাসে উড়িয়েছো কভু খোলা চুল! উড়িয়েছো কি তা মুক্ত আকাশে। সোনালী, সোনার রোদ্দুরে মুখ পোড়ে না কখনও! অভিসারে রূপসীর রূপের বাহার বাড়ে বৈ কমে না কখনও। আর কতগুলি বসন্ত কাটাবে বল? শুধু একেলা! পাখিরা কেন করে গান ফুলেরা কেন ফুটে? শুধিয়েছো কভু আপনারে তুমি পৃথিবীর সবটুকু প্রেম উজারে যে শুধু তোমার পানেই ছুটে। ভেবেছো কি একটিবার কারে পরাবে মালা কারে দিবে প্রেম খানি তোমার; কার সনে সখি তুমি কাটাবে সারাবেলা? ভেবে দেখ আরেকবার! সোনালী তোমার সোনার রূপে মুগ্ধ যে বারেবার। পরিণয় যদি পরিণতি হয় দারুণ প্রেমে তোমার চলো রচে যাই মহালগণ সে, গাঁথি মালা বিনে সুতার। সোনার রৌদ্রে আর কতকাল সোনালী আভা ছড়াবে? তোমার দুহাতে কভু কি প্রিয়া আমারে আদরে জড়াবে? চেয়ে থাকি পথপানে, তোমার টানে ,আনমনে চলরে প্রাণের প্রিয়া ,ভাসাই হিয়া, সুখের বানে। ছবি-নেট  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।