আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজিতে কেন পড়বেন?

প্রাণখোলা হাসির শব্দ শুনতে ভালোবাসি তবে সে হাসি হতে হবে স্বর্তস্ফূর্ত এবং মুখ খুলে। মুখ টিপে হাসার চেয়ে অট্টহাসিই আমাদের সত্যিকার প্রভাবিত করে এবং হাসির সংক্রমণ ঘটায়।

শিক্ষাঙ্গন রিপোর্ট : চামড়া ও চামড়াজাত শিল্প বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতে গত অর্থ বছরে সাড়ে চার হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে। আয় অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজি থেকে পাস করা টেকনোলজিস্টদের ভূমিকাই প্রধান।

অথচ প্রতিষ্ঠানের দুইটি বিভাগ প্রকল্পের অধীনে থাকায় শিক্ষক-কর্মচারীরা নিয়মিত বেতনভাতা না পাওয়ায় ভাল ভাল শিক্ষক ইতিমধ্যে চাকরি ছেড়ে চলে যাচ্ছেন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে শিক্ষকসংকট চরমে। প্রকল্পের অধীনে ফুটওয়্যার ও লেদার প্রোডাক্টস বিভাগে ৬১ জন কর্মকর্তা-কর্মচারীর পদ থাকলেও এর অধিকাংশ পদ শূন্য রয়েছে। এছাড়াও রাজস্ব খাতেরও বেশিরভাগ পদ শূন্য। পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠীকে চামড়া ও চামড়াজাত শিল্পে কারিগরিভাবে দক্ষ জনসম্পদে গড়ে তোলার লক্ষ্যে ১৯৪৭ সালে পূর্ব পাকিস্তানে ইস্ট বেঙ্গল ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়।

১৯৪৯ সালের ১০ জুন থেকে একাডেমিক কার্যক্রম শুরু হয়। ১৯৫২ সালে ইস্ট পাকিস্তান ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি নামে নামকরণ হয়। ১৯৭৯ সাল পর্যন্ত ডিপ্নোমা, সার্টিফিকেট কোর্স এবং কারিগরি পর্যায়ের শিক্ষা চালু ছিল। অর্থনীতিতে এ শিল্পের অবদানের কথা চিন্তা করে সরকার আধুনিক যন্ত্রপাতি ও উন্নত সিলেবাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অধীনে ১৯৮০ সালে বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজি নামে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়। বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজিতে বছরের সেপ্টেম্বর মাসে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে ছাত্র ভর্তির উদ্যোগ নেয়।

এসএসসি ও এইচএসসি বা সমমান বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীরা সর্বনিম্ন চতুর্থ বিষয় বাদে জিপিএ ৪ প্রাপ্তরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। ১৫ নবেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে আবেদন ফরম কলেজ ওয়েব সাইট http://www.bclt.com.bd থেকে সংগ্রহ করে স্বহস্তে কালো কালি দ্বারা পূরণ করে নির্ধারিত ৩০০/- ফি জমাদান রশিদ ও সংশ্লিষ্ট কাগজপত্রসহ রেজিস্ট্রার অফিসে জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। লিখিত পরীক্ষা ৩১ ডিসেম্বর সকাল ১০-০০ থেকে ১১-৩০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। লিখিত, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে। .......................বিস্‌তারিত Click This Link


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.