আমাদের কথা খুঁজে নিন

   

সৌদি আরবে গৃহপরিচারিকা বেচাকেনা



সৌদি আরবে গৃহপরিচারিকা বেচাকেনা নতুনদেশ ডটকম এক শ্রেণীর অসাধু চক্র সৌদি আরবে গৃহপরিচারিকা বেচাকেনা করছে। গৃহকর্মী পছন্দ না হলে তাকে বেচে দিচ্ছে সংশ্লিষ্ট স্পন্সর। কিনে নিচ্ছেন আরেক আরব বা কোন রিক্রুটিং এজেন্সি। গৃহপরিচারিকা হাত বদলের এ প্রক্রিয়াকে খোদ আরবরাই ক্রীতদাস প্রথার সঙ্গে তুলনা করছেন। এ নিয়ে সেদেশে চলছে নানা সমালোচনা।

আরব নিউজ এ খবর দিয়ে জানায়, সৌদি আরবের পত্রিকাগুলোতে শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনের পাতায় প্রতিদিনই এমন অনেক বিজ্ঞাপন দেখা যায়। এগুলোতে স্পন্সররা তাদের গৃহপরিচারিকার জন্য ক্রেতা চেয়ে বিজ্ঞাপন দিয়ে থাকেন। প্রতি বছরই সৌদি আরবের ধনী গেরস্থরা বাইরের দেশ থেকে প্রচুর গৃহকর্মী স্পন্সর করে নিজ দেশে নিয়ে যান। কিন্তু কোন কারণে গৃহপরিচারিকাকে পছন্দ না হলে তাদের সামনে থাকে দু’টি পথ। হয় তার স্পন্সর বাতিল করে দেশে ফেরত পাঠিয়ে দেয়া বা স্পন্সরশিপ বা মালিকানা পরিবর্তন করা।

পত্রিকায় দেয়া বিজ্ঞাপনগুলোতে আরবরা সাধারণত তাদের আসল নাম-ঠিকানা ব্যবহার না করে শুধু মোবাইল ফোন নম্বর ব্যবহার করেন। এসব বিজ্ঞাপনে সাধারণত অবৈধ রিক্রুটিং এজেন্সিগুলোই সাড়া দিয়ে থাকে। তারা এসব কর্মীকে অন্য আরেক স্পন্সরের কাছে বিক্রি করে দেয়। রিয়াদের এমন একটি এজেন্সির কর্মী আবু জাহের জানান, সৌদি আরবে অভিজ্ঞ গৃহপরিচারিকার কদর বেশি। যতদিন বেশি তার কাজের অভিজ্ঞতা, তার মূল্য ততো বেশি।

সাধারণত অভিজ্ঞ গৃহপরিচারিকার মূল্য ধরা হয় ৯ হাজার সৌদি রিয়াল এবং অনভিজ্ঞ হলে মূল্য ধরা হয় ৮ হাজার সৌদি রিয়াল। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.