আমাদের কথা খুঁজে নিন

   

নক্ষত্র মাথায় নিয়ে আর কত দূর হেঁটে যাবে অন্ধ ঋত্বিক?

শেষ বলে কিছু নেই

পথ ফুরিয়ে গেলে শুরু হয় পথের কীর্তন; নৃত্যরত রাত্রির পারে কে পাঠ করে জোসনাপুরাণ? অন্ধ ঋত্বিক, তুমি তো চেন না নক্ষত্রের রং তবে কেন অন্ধত্ব দিয়ে বানাও অসহ্য সুন্দর! তবুও সোনাবরণ রূপসিরা ভালবেসে পথের ধুলো কসমিক রোশনাই ঢুকিয়ে রাখে রুপোর কৌটোয়; ওই আয়নাঘরে তোমার কোন অভিগম্যতা নেই- ছিল না কোনকালে তবু ছেড়া চন্দ্রাতপের নিচে বসে কী নিপুন তুলিতে এঁকে দিলে রুপালি দীর্ঘশ্বাস... সর্বনেশে প্রতিভার আগুনে পুড়ে গেছে সদরদরজা তাই খিড়কি দিয়ে পথ এসে শুয়ে থাকে বিছানায়... হে অন্ধ, নক্ষত্র মাথায় নিয়ে আর কত দূর হেঁটে যাবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।