আমাদের কথা খুঁজে নিন

   

এরকম ই হওয়া উচিত লাইভ গানের প্রোগ্রাম গুলো, যেখানে মিনি স্কার্ট থাকবেনা, লাফালাফি থাকবেনা, নোংরামি থাকবেনা শুধু গান আর ভাষা (মার্জিত) থাকবে।



পরশু রাতে দুটো প্রোগ্রাম দেখলাম। একটা RTV তে র একটা বাংলা ভিশন এ। বাংলা ভিশন এ ছিলো ন্যান্সি আর সালমা। আরটিভি তে ছিলো এল.আর.বি। এতো ভাল লাগলো প্রোগ্রাম দুটো! কতটা মার্জিত ছিল প্রোগ্রাম দুটো না দেখলে বোঝা যাবেনা।

অথচ এন টিভির সেদিনের লাইভ প্রোগ্রাম টা যে কি পরিমাণ জঘন্য ছিল তা না দেখলে বোঝা যাবেনা!!! এল.আর.বি'র সাথে পরে পার্থ এসে গাইলো। হাজার বর্ষা রাত গাইলো পার্থ বাজাল বাচ্চু...............এক কথায় অসাধারণ!!! আর ন্যান্সি আর সালমা তো ভালই গাইলো। হৃদয় খান, মিলা, বালাম আর ফুয়াদ থেকে অনেক বেশি মার্জিত আর সহনীয় প্রোগ্রাম ছিল এ দুটা। হৃদয় খান, মিলা, বালাম আর ফুয়াদ এর উচিত ন্যান্সি আর সালমা আর এল.আর.বি থেকে লাইভ প্রোগ্রাম এর Manner and Etiquette শেখা, পোশাক নির্বাচন শেখা আর দর্শক দের মন জয় করা। এতো বড়ো কিংবদন্তী ব্যান্ড হয়েও এল.আর.বি'র বিনয়, কিংবদন্তী শিল্পী হয়েও জ়েমস এর ব্যক্তিত্ব, সুপারহিট গানের শিল্পী হয়েও ন্যান্সি আর সালমার নির্লিপ্ততা ওই সমস্ত তথাকথিত শিল্পীদের শেখা উচিত।

হৃদয় খান, মিলা ওদের বয়স কম, তাই মানুষের মনে জায়গা করে নেবার সময় ওদের হাতেই বেশি। আশা করি ওরা/উনারা বুঝবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।