আমাদের কথা খুঁজে নিন

   

বেশী দামে কয়েন বিক্রির গুজবে একটা গল্প মনে পড়ে গেল

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ঠ মুক্তি সেখানে অসম্ভব

এক গ্রামে এক অজ্ঞাত লোক এসে হঠাৎ ঘোষনা দিল সে একেকটা বানর ২০ টাকা দরে কিনবে। সেই গ্রামে ছিল প্রচুর বানরের উপদ্রব। লোকজনও প্রতিদিন বানর ধরে এনে ২০ টাকা দরে লোকটার কাছে বিক্রি করল। গ্রামে যখন বানরের সংখ্যা কিছুটা কমে গেল তখন লোকটা ঘোষনা দিল ৫০ টাকা দরে বানর কিনব। এভাবে চলতে চলতে একদিন গ্রামের সব বানর শেষ হয়ে গেল।

সকল বানর এখন অজ্ঞাত লোকটার কাছে। তারপর একদিন সেই অজ্ঞাত লোকটা ঘোষনা দিল একেকটা বানর ৫০০ টাকা দরে কিনবে। গ্রামের লোকজন তো হন্যে হয়ে বানর খুজছে। তো সেই অজ্ঞাত লোকটা একজন সহকারী রেখে অন্যত্র চলে গেল । সেই সহকারী একদিন কয়েকজন গ্রামবাসীকে ডেকে এনে বলল এই বানর গুলো আপনারা ৪০০ টাকা দিয়ে কিনে ৫০০ টাকা দিয়ে বিক্রি করবেন।

তাতে আপনাদের ১০০ টাকা লাভ হবে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ১ দিনের মধ্যে সব বানর বিক্রি হয়ে যায় । তারপর যখন গ্রামবাসী বানর বিক্রি করতে যাবে তখন আর সহকারী কে খুজে পাচ্ছে না। ========= তামার ১ টাকার কয়েনের নিউজটা আর কারো অজানা নেই। দেশজুড়ে চলছে কয়েন কেনা-বেচার হিরিক।

২০-৩০০ টাকা পর্যন্ত দাম উঠছে এই তামার ১ টাকার কয়েনের। আজকে সকালে অফিসে আসার আগে পাশের বাসার একজন আমাকে বলল আমার কাছে কোন তামার কয়েন আছে কি না । মানিব্যাগে হাত দিয়ে দেখলাম একটা ছিল দিয়ে আসলাম তাকে কয়েনটা । সংশ্লিষ্ঠ কতৃপক্ষ বলছে লোকজন যে কারনে কয়েক বেশী দামে কয়েক কিনছে এটা স্রেফ গুজব ছাড়া আর কিছু না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.