আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়্যারইনব্লগ নিয়ে ফেসবুকে অমি রহমান পিয়ালের বক্তব্য কতটা সত্যি এবং আমার কিছু প্রশ্ন কর্তৃপক্ষকে

রাজনীতিবীদদের ঘৃণা করি--- আগে পড়ুন: কয়দিন আগে যখন সোনার বাংলা ব্লগে বিটিআরসির ব্লক পড়লো, সেদিন আন্দোলনের অপারেশন হেডকোয়ার্টারে কয়েকজন ব্লগার নিয়ে হাজির হয়েছিলেন সামহোয়ার ইন ব্লগের মালিক জানা। তারা বলছিলেন সকল ব্লগারদের ঐক্যমঞ্চের কথা। আমি সেদিন স্পষ্ট ভাষায় বলেছিলাম, সামহোয়ারকে ঘোষণা দিতে হবে তারা আর ছাগুদের প্রমোট করবে না। দ্বিতীয় এমন কোনো ব্লগারকে ওই মঞ্চে আনা যাবে না যার স্বাধীনতার চেতনা প্রশ্নবিদ্ধ এবং ছাগুবান্ধব বলে স্বীকৃত। মোটের ওপর আমার সারাজীবনের শ্রম ও পরিশ্রমে যে অর্জন সেটা দিয়ে এমন কা্রো পাশে দাড়িয়ে আমি তাকে বৈধতা দিতে রাজী নই যে আমাদের এই পথচলাকে সবসময় কাটাবিছিয়ে বিঘ্নিত করেছে।

যাহোক, সামু সেদিন তাদের ব্যবসা বাচিয়েছিলো। যেই ব্যবসায় ৪০ভাগ লগ্নি যুদ্ধাপরাধী ও কারাগারে বন্দী কামারুজ্জামান পরিবারের। সেই সামু এখন সেই সোনাব্লগের ব্লগারদের অভয়াশ্রম হওয়ার দায়িত্ব নিয়েছে, পাশাপাশি নিয়েছে আমাদের চরিত্রহানীর নোংরা প্রয়াস। আমার ফটো এলবামে এখনও রয়েছে রাজীব হত্যার পর সামুতে দেওয়া সেই নোংরা পোস্টটির স্ক্রিনশট যেখানে আমাকে খুনী বানানো হয়েছিলো। এখন তারা একটা স্টিকি পোস্ট ঝুলিয়েছে যেখানে লেখা : 'রাতভর যে 'মুক্তিযুদ্ধ গবেষকের' মূল কাজ ইন্টারনেটে চেনা-অচেনা পর্নো ক্লিপ আপলোড করা, রগরগে চটি লেখা - তিনিও এখন বিদগ্ধ ব্লগার সেজে সামহোয়্যারকে একহাত দেখে নেওয়ার চেষ্টায় রাতদিন শ্রম দিয়ে যাচ্ছেন।

' কোনো মানে আছে এর? আর কবে ভালো হবি তোরা? কিভাবে ভালো হবি তোরা? নীচের ছবিটি একটি পোস্টের স্ক্রিনশট। এটা সামুর মালিক আরিলের একটি পোস্টের উত্তরে লেখা। মুক্তমত প্রচারের প্লাটফর্ম হিসেবে সামহোয়ার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের মঞ্চ হিসেবে কিভাবে দায়িত্ব পালন করছিলো এবং কিভাবে আমরা প্রতিবাদ করে যাচ্ছিলাম তার একটি নমুনা এটা। আমাদের বিতর্কিত ও কলঙ্কিত করার এই সুশীল ষড়যন্ত্র কিন্তু বুমেরাং হয়েই আসবে। তখন দুঃখপ্রকাশ দূরের কথা, প্রায়শ্চিত্ত করার উপায়ও থাকবে না পোস্টের লিংক: Click This Link ফেসবুক: Post er link ষেখানে সামুর বর্তমান স্টিকি পোস্টাকেও টার্গেট করা হয়েছে: সরি, ফিউশন ফাইভের স্টিকি পোস্টটা এখন নেই আমার প্রশ্ন: সামহোয়্যারকে নিয়ে নানা জায়গায় যে প্রপাগান্ডা চালানো হচ্ছে, ব্লগ কর্তৃপক্ষ কি সাবধানতা অবলম্বন করছেন? কোনো প্রতিবাদ করেছেন কি? আগামীতে ধর্ম ব্যবসায়ী উগ্রপন্থী ব্লগার আর ধর্ম অবমাননাকারী ব্লগারেদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে? আশাকরি কর্তৃপক্ষ উত্তর দিবেন, কারণ আমরা সামহোয়্যারইন ব্লগকে ভালবাসি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.