আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়্যারইনব্লগ এর বাজার সৃষ্টি করার নতুন পদ্ধতি।

সামহোয়্যারইনব্লগ এর বাজার সৃষ্টি করার নতুন নোংরা পদ্ধতি। ” মত প্রকাশের অধিকার সবার আছে। আর এই জন্য সংবাদ মাধ্যম সৃষ্টি হয়েছে। আগে যখন শুধুমাত্র সংবাদপত্র ছিল তখন সাধারণ মানুষের মত প্রকাশের অধিকার খূব কম ছিল। অনেক সংবাদপত্র ছিল যারা হলুদ সাংবাদিকতা দিয়ে তাদের পত্রিকা প্রকাশ করতো।

কালের গর্ভে তারা সবাই হারিয়ে গেছে। টিকে আছে গুটিকতক-প্রথম আলো তাদের মধ্যে অন্যতম। কিন্তু এখন মত প্রকাশের অনেক গুলো মাধ্যম সৃষ্টি হয়েছে- টিভি মিডিয়া, অণলাইন মিডিয়া। ফলে মত প্রকাশের সুযোগ যেমন হয়েছে। তেমনি মত প্রকাশের এই মাধ্যম কে বিকৃত করার প্রবণতা আজকে বেড়েছে অনেক গুণ।

আমি গ্রামীণফোণে যখন ছিলাম তখন থেকে সামহোয়্যারইনব্লগ রেগুলার পড়তাম কিন্তু মাঝে নিজের কীছূ ব্যবসা শুরু করার জন্য নিয়মিত আর পারিনা। আজকে আমাদের এটিএণ মিঊসিক স্কুলের এক ছাত্রীর পাঠানো সামহোয়্যারইনব্লগ এর এই পোষ্টটা পড়ে আবার পুরো সামহোয়্যারইনব্লগ এর পোষ্ট গুলো পড়লাম। আমিও বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় দৈনিক মুক্তকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে শখের জন্য সাংবাদিকতা শুরু করেছিলাম। যদিও আমার শিক্ষাগত যোগ্যতা ছিল কমপিউটার বিজ্ঞান এ অনার্স এবং মাস্টার্স। এবং অনার্স সম্পন্ন করে চ্যানেল আই তে ভিডিও এডিটর হিসেবে ৬ মাস কাজ করেছিলাম যদিও কোন সম্মানী পেয়েছিলাম না।

তারপর একটা আমেরিকান এনজিও হয়ে গ্রামীণফোণে কাজ করার সৌভাগ্য হয়েছিলো। শুধু একটা কথাই বলতে চাই, বাংলাদেশে সাংবাদিকতা করতে ঔষধ কোম্পানির একটা প্যাড এবং একটা ৩ টাকা দামের বলপেণ হলেই করা যায়। তবে সেটা ফকিরাফূল থেকে প্রকাশিত পত্রিকা। আর সম্প্রতি অণলাইন মিডিয়া আসার জন্য এই মাত্রাতো বহুগুণ বেড়ে গেছে। যার উদাহরণ ফেসবূক এর কল্যাণে আমরা প্রতিদিন পেয়ে থাকি।

আমরা আশা করেছিলাম সামহোয়্যারইনব্লগ ঔষধ কোম্পানির একটা প্যাড এবং একটা ৩ টাকা দামের বলপেণ সাংবাদিকদের/ব্লগারদের জায়গা হবেনা। প্রথম আলোর মতো কিছু মেধাবী ব্লগার বের করে আনবে। এইরকম সংবাদ যারা লিখে তারা মণে করে তারা বিরাট কিছু করে ফেলেছে...। কিন্তু এই মানুষ গুলো বোঝেণা তাদের লেখা থেকে সাধারণ মানুষ তাদের উদ্দেশ্য বুঝতে পারে। তাই এই লেখার মালিক কে আমি আমাদের নেক্সট সাংবাদিকতা কোর্সে ফ্রি তে কোর্স করার আহ্বান জানাচ্ছি।

ভাইজান অনেক কিছু শিখতে পারবেন। আর যারা ভর্তি হয় তারা এটিএণ এ কখনোই যোগদান এর গ্যারান্টি নিয়ে ভর্তি হয়না কারণ এটিএণ এ যোগদান করতে কতোটুকু যোগ্যতা লাগে সেটা বাংলাদেশের ভালো সাংবাদিক রা সবাই জানে। এটিএণ মিঊসিক স্কুল থেকে কোর্স করে সনদপত্র পাবার আগেই ভালো একটা সংখ্যক স্টুডেন্টস বিভিন্ন মিডিয়া তে যোগদান করে। সেটার আপডেট ATNRadio24 Facebook Group-e আমরা নিয়মিত প্রকাশ করি। সম্প্রতি আমরা বিশ্বের বিভিন্ন দেশে উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশী ছাত্র- ছাত্রী দেরকে সমস্ত সহযোগিতা দিয়ে একটা নিরাপদ ভর্তি করিয়ে দিচ্ছি কোণো সার্ভিস ফী ছাড়া।

এটার জন্য একটা স্ক্রল অ্যাড এটিএণ বাংলা এবং এটিএণ নিঊজ এ যাচ্ছে। বিস্তারিত জানতে আপনারা ভিজিট করতে পারেন – http://www.atnforyou.com তাই সকলের কাছে আমাদের অনুরোধ অণলাইন মিডিয়া তে কোন সংবাদ দেখার সাথে সাথে সেটা মনে প্রানে বিশ্বাস না করে আপনার নিজস্ব চিন্তা ভাবনা দিয়ে বিচার করুন। আর সর্বশেষ একটা কথা বলব। প্রথম –আলো যেমন বাংলাদেশের সবাই পড়ে , এটিএণ বাংলা যেমন সবাই দেখে তেমনি বাংলাদেশের প্রথম ব্লগ সামহোয়্যারইনব্লগ সত্য ও বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ করে সবার কাছে সম্মান পাক সেটা সামহোয়্যারইনব্লগ এর কাছে আমাদের প্রত্যাশা। যেমন bdnews24. পেরেছে।

এই পোস্ট টা যে সম্মানিত ব্যাক্তি (দুখী ব্লগার- শাহানা পারভিন) ব্লগ টা লিখেছেন আমি আপনার প্রতি সম্মান প্রদর্শন করে বলছি। ভাই জান আমরা কোর্স ওপেন করেছি আপনারা যেন ভালো এবং দক্ষ কর্মী হয়ে উঠতে পারেন সে জন্য। আমরা আপনার (দুখী ব্লগার- শাহানা পারভিন) কাছ থেকে কোন ফি নিবনা। কোর্স টা করে একটু ভালো কিছু লেখার চেষ্টা করুন তাহলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে...। আমাদের ঠিকানা তো জানেন...।

। Dhaka Trade Center (Level-03), Opposite of WASA Building, Kawranbazar, Dhaka web: http://www.atnforyou.com http://www.atnmusic.com Hotline: 01841700901-4” ------------------------------------------------------------------------------------------------------------------------------------- এইরকম একটি প্রতিবাদ সামহোয়্যারইনব্লগ এ এটিএন মিউসিক স্কুল আইডি দিয়ে পোস্ট করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় সামহোয়্যারইনব্লগ কত্রিপক্ষ আমাদের কে আর লগ ইন করতে দিচ্ছে না। এখন আমরা বুঝতে পারছি দুখি ব্লগার(সাহানা পারভিন) নামের যে ব্লগার এটিএন মিউসিক স্কুল নিয়ে বিকৃত তথ্য দিয়ে যে ব্লগ লিখেছিল এটা সামহোয়্যারইনব্লগ কর্মকর্তা রাই লিখেছেন। কারন আমরা দেখতে পায় সাধারণতঃ মানুষ তিনটা (৩) কারনে মত প্রকাশ করেঃ ১) কোন ঘটনার সাথে সে যদি সম্পৃক্ত থাকে এবং ঘটনার অনুকুলতা যদি তার প্রতিকুলে যায় তাহলে সে তার মত প্রকাশ করে।

২) ঘটনার সাথে সম্পৃক্ত নয় কিন্তু যে কোন কারনে বিনা দোষে ঘটনার আকস্মিকতা দারা ক্ষতিগ্রস্থ হচ্ছে তাহলে সে মত প্রকাশ করে। ৩) তৃতীয় কোন পক্ষ থেকে বৈষয়িক লাভবান হয়ে নিজের মত প্রকাশ করে। আর সামহোয়্যারইনব্লগ কেন বিকৃত তথ্য দিয়ে এটিএন মিউসিক স্কুল নিয়ে লিখেছে সেটা তারাই বলতে পারবে। আর একটা কারন হতে পারে............মহোয়্যারইনব্লগ হয়তো ভেবেছিল তারা আমাদের নিয়ে বিকৃত তথ্য দিয়ে কিছু লিখলে আমরা তাদের বিরুদ্ধে লিগাল ব্যবস্থা নিব তাহলে তারা হয়তো রাতা রাতি হিট হয়ে যাবে। এটা কি পাগল/ছাগলের চিন্তা ভাবনা নয়।

সত্যি মানুষের কি চতুর হিসাব- হিট হবার জন্য...... তো আমরা আশা করব। রাস্তায় অনেক পত্রিকা পাওয়া যায় যারা উল্টা পাল্টা লিখে বাজারে ছাড়ে আর এখন মার্কেট এ অনলাইন পত্রিকা + ব্লগ এসেছে যারা রাস্তার ওইসব চটি পত্রিকার মতো ব্যাবহার করা শুরু করেছে। । আমরা আশা করব সবাই একটা সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে আমাদের সম্ভাবনাময় অনলাইন সংবাদ বাজার সৃষ্টি করুন এই প্রত্যাশা করি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.