আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়্যারইনব্লগ থেকে আহবান

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

আমি চাচ্ছি, সামহোয়্যারইনব্লগ এর পক্ষ থেকে অস্ট্রিয়ায় বসবাসরত বাঙ্গালীদের প্রতি একটি আমন্ত্রণ পত্র লিখব । কিন্তু বহুদিন হল আমন্ত্রণ পত্র কিভাবে বাংলায় লিখতে হয়, ভুলে গেছি । সুতরাং কেউ যদি আমাকে সাহায্য করে তাহলে ভাল হয় । তাই এখন আমি ব্লগের বন্ধুদের উদ্দেশ্যে আহবান জানাচ্ছি । সবাই যেন অস্ট্রিয়ায় বসবাসরত বাঙ্গালীদের প্রতি একটি আমন্ত্রণ পত্রলিখে এই মন্তব্যের ঘরে মন্তব্য করে ।

পরবতর্ীতে বাছাই করে আমি সেরা আমন্ত্রণ পত্রটি আমি এই অস্ট্রিয়ায় ছেড়ে দিব। দারকার হলে অন্যান্য ওয়েবসাইটের ঠিকানাও দেওয়া হবে । যেরকমbangladexpress অথবা banglamailer। এতে অনেক অজানা বাংলা ওয়েবসাইটের জানাও হবে (অথার্ত যাদের কাছে অজানা ) ইনশাল্লাহ সম্পূর্ণ ভিয়েনা জুড়ে সামহোয়্যারইনব্লগের জয়জয়কার হবে । দরকার হলে আমি এখানকার বাংলা প্রতিকায় ছাপাব ।

শুধু সুন্দর একটি আমন্ত্রণ পত্রের অভাব । দয়া করে দ্রুত তা পূরণ করে দিন । যারা লেখা দিবেন , তারা ঐ লেখার আরেকটা কপি রাখেন । পরবতর্ীতে সবচেয়ে সুন্দর আমন্ত্রণ পত্রটির লেখকের সাথে আমি ইমেইলে মাধ্যমে যোগাযোগ করব । এর আগে অবশ্যই সুন্দর আমন্ত্রণ পত্র লেখকের নাম জানান হবে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.