আমাদের কথা খুঁজে নিন

   

নতুন ভাললাগা



আজ বৃষ্টির ফোটাদের মধ্যে কেমনজানি অজানা এক প্রতিযোগিতা, নাকি আকাশের অঝোর ধারায় ক্রন্দন! কি জানি! হতে পারে প্রিয়তমার তনুমনে শীতল স্নিগ্ধতা জুড়িয়ে দেয়ার প্রকৃতির ঐকান্তিক প্রয়াস। হতে পারে কোন এক প্রেয়সীর আলতা-নূপুরপরা মায়াবী-কোমল পা খানি সযতনে ধুয়ে দেয়ার নিরন্তর অভিলাস। জানি না - বরিষার বৃষ্টিস্নাত বৃপত্র ছুঁয়ে টিপ টিপ জলবিন্দু কি প্রিয়ার অভিমানে প্রিয়তমর অসহনীয় ক্রন্দন, নাকি প্রিয়ার অভিসারকে মহাস্বাগতম জানানোর নিরন্তর প্রচেষ্টা, নাকি কাছে পাওয়ার আনন্দে উদ্ভাসিত আনন্দাশ্রু? আকাশে হালকা ধূসর কাদম্বিনীর ভেসে বেড়ানোর যাতনা আর চঞ্চলতায় মায়াবী প্রকৃতি মোহনীয় আবেশে জেগেছে যেন নব জাগরণে। আজ গহিন অরণ্যে বর্ষণ-বিধৌত কোন ছোট্ট আঙ্গিনায় পেখম খোলা কোন ময়ূর যেন নিয়তই নৃত্যছন্দে নিবিষ্ট। আজ ভোরের স্নিগ্ধতা, দুপুরের বিষন্নতা আর বিকেলের কান্তি ভোলা কোন প্রকৃতি যেন অপরিমেয় কলহাস্যে মাতিয়ে রাখতে চায় কোন এক অজানাকে।

পুষ্পকাননে মোহনীয়-রুপবতী কোন মালিনী সুরভী ছড়ানো-পাঁপড়ি জড়ানো রঙ্গিন পুষ্পরাজির ডালি সাজাতে ব্যস্ত কেন? আজি কি তার কিছু হবে? জানি না। ডাহুকের অবিরাম ডাক আর ভ্রমরের গুঞ্জরণে নিরবতা ভাঙ্গা নিরব প্রকৃতি আলসেমী ঝেরে প্রয়াস রাখছে কর্মচাঞ্চল্য হওয়ার। আকাশে আজ সূয্যিমামা জেগে না উঠুক - তাতে কী! প্রিয়তম তার সুললিত কণ্ঠের সুমধুর আবাহনে প্রিয়তমাকে নিয়ে মিশে যাকনা সেথায় --- কোথায় --- যেথায় রয়েছে উজ্জ্বল-উচ্ছ্বল আলোর বর্ণিল আলোকচ্ছটা। দোষ কী! কচুপাতায় বৃষ্টির পানি আর লজ্জাবতী লতার লজ্জারাঙ্গা রঙে রঙিন হতে মেঘেঢাকা কোন পাহাড় চূড়ার! দোষ নেই কোন কিছুতেই আজ। আজ আমার প্রাণও উচ্ছ্বসিত-উচ্ছ্বলিত-উদ্ভাসিত ভাললাগার এক অজানা স্নিগ্ধতায়।

কেননা, আজ সামহোয়েয়ারইন ব্লগে আমার লেখা ছাপা হয়েছে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.