আমাদের কথা খুঁজে নিন

   

ভবিষ্যৎ কি?

কীট

ইংলিশে প্রভিশন বলতে একটা শব্দ আছে, যার অর্থ্ হলো সঞ্চিতি। বাংলাদেশের ভবিষ্যতের কি কোন সঞ্চিতি আছে। আমেরিকা যেমন তেলের সঞ্চিতি ও অন্যান্য সঞ্চিতি করে। আমাদের তো দিনে আনে, দিনে খাই , বাজেট সবসময় হয় ঘাটতি , দায় দেনার যে অবস্হা তাতে কোনদিন দেউলিয়া ঘোষিত হবে , তার নাই ঠিক। কবিতায় আছে,"এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান" কোন স্থান , যাহা কন্টাকির্ন , জীর্ন, দায় দেনায় ভরপুর।

আমরা আমাদের ভবিষ্যতের জন্য কি রেখে যাচ্ছি। প্রতিদিন ঢাকা শহরে নতুন লোকের আমদানী হচ্ছে। কিন্তু বিকেন্দ্রীকরনের কোন চিন্তা ভাবনা নাই , থাকলেও সেটার জোড়শোর কোন তাগিদ নেই। সবাই বলে ঢাকা বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। আজকে পেপারে লেখা হয়েছে, জাপান যদি উত্তরাঞ্চলে বিনিয়োগ করে তাহলে সুবিধা দেওয়া হবে।

কি সুবিধা। আগে তো এরকম কোন উদ্যোগ নেয়া হলোনা। কেন? যাই হোক, উত্তরাঞ্চলে বিনিয়োগ করে তাহলে সুবিধা দেওয়া হবে, ব্যাপারটা খুবই ভালো একটি উদ্যোগ। তবু কথা থেকে যায় আমার/ আমাদের/ মায়ের/বাংলাদেশের ভবিষ্যৎ কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।