আমাদের কথা খুঁজে নিন

   

কোরবানি

সময়ের সতর্কবাণী অবহেলা না করাই বুদ্ধিমানে কাজ।

কোরবানি - ত্যাগের প্রতিশব্দ; কিন্তু আসলেই কি তাই, বিশেষ করে আমাদের কাছে? ইসমাইল (আ) কে বাঁচিয়ে তাঁর বদলে একটা ভেরা বলি দিতে ইব্রাহিম (আ) কে আদেশ দেন ঈশ্বর- সেই ত্যাগকে স্মরণ করতেই প্রতি বছর পালিত হয় ত্যাগ এর উৎসব ঈদ-উল-আযহা। খবরের কাগজে বড়বড় করে ছাপা হয় আমরা কি পরিমাণ ত্যাগ স্বীকার করলাম তার উপর। প্রতিবছর এই ধরণের খবর পড়ে আমার এক রকম কৌতুক অনুভূত হয়। কারণ আমরা এখন আর ঈদ-উল-আযহায় ত্যাগ স্বীকার করি না, আমরা ত্যাগ শিকার করি।

ঈদের দিন একটা পশুকে জবাই করার সময় তার আর্তনাদ চাপা পড়ে আমাদের উল্লাসে; এ উল্লাস ত্যাগের জন্য নয়, এ উল্লাস মাংসের জন্য, এ উল্লাস লোভীদের, এ উল্লাস খুনিদের। আমার এই কথায় যাঁরা আমাকে এক হাত দেখে নিবেন বলে ঠিক করলেন, তাঁদের বলছি, একটু ভাবুন। ঈদের ছুটির পর বন্ধু-বান্ধব, সহকর্মী, সহপাঠীদের সঙ্গে কুশল বিনিময়ের পর আমাদের প্রথম কথাই হয়, "কি? কেমন মাংস খেলে, হ্যাঁ?" পশু কেনার পর আমরা ফেইসবুকে স্ট্যাটাস দেই, "গরুর সাইজ ভালই, অনেক মাংস খাওয়া যাবে এবার। " গরুর ক্রয়মূল্য নিয়ে প্রতিযোগিতা চলে; যে যত খরচ করবে তার 'প্রেস্টিজ' তত বেশি। (আমাদের চিন্তা-ভাবনা অদ্ভুত।

আমরা প্রায়ই বলি, আমার প্রেস্টিজের ব্যাপার; সম্মানের ব্যাপার বলি না। কারণ আমাদের মনে গেঁথেই গিয়েছে যে সম্মান থাকে স্কুল-মাস্টারদের, ধনীদের থাকে 'প্রেস্টিজ'। প্রেস্টিজ হল সম্মানের ওপরের স্তর। আর তাই সম্মান বলতে আমাদের প্রেস্টিজে লাগে। ) আমার মাঝে মাঝে খুব ভয় হয়।

খাঁটি ইসলামী আদর্শ এখন কেবল হজ করবার কালে আর বিধর্মীদের কতল করবার কালে- এটা মোটেই ভাল লক্ষণ নয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।