আমাদের কথা খুঁজে নিন

   

কোরবানি

মাংস নিয়ে কাড়াকাড়ি দেখি হরদম মানুষেরা হয়েছে সব পশুদের যম। কম বেশি ভাগে নিয়ে হয় রেষারেষি করিম বলে, “ভাগে ওর হয়েছে বেশি”। দামের বিচারে যার পশুর যত বেশি দাম সমাজের বুকে পায় সে, ততো সম্মান। বেশি দামে কিনে তারা দেয় দাম বাড়িয়ে মধ্যবিত্তরা বসে পরে মাথায় হাত দিয়ে। খরচের ভয়ে কেউবা এতে থাকে বিরত কৃপণতার বেড়া জাল তাদের ধরে শত শত।

গরিবেরা বলে, “কোরবানি যদি দিতে পারতাম, সমাজের বুকে তবু কিছু সম্মান পেতাম”। গরিবদের দিব কী! খেয়ে নেই পটাপট না খেয়ে মরুক ওরা, করুক ছটফট। পেটের বারোটা বাজিয়ে ছাড়বো, করেছি এবার পণ রেকর্ড বুকে নাম লিখিয়ে তবে ছাড়বক্ষন। চামড়ার রমরমা ব্যবসা জমেছে এবার অসাধুদের ভিড় দেখে মন করে হাহাকার দেশের রাজস্ব আয়ে বিরাট অবদান বিদেশি মুদ্রার, তা যে হাতছাড়া হয়ে গেল বলছি বারংবার। কোরবানির দিনটি হল ১০ম জিলহজ্ব ইসলামের ইতিহাসে স্বর্নউজ্জল একটি দিন লোভ, লালসা ত্যাগ কর, এ হল এর আদেশ আত্নত্যাগের এ মহিমা তবে ভুলেছি মোরা বেশ।

সকল খারাপত্ব জলাঞ্জলি দিতে হবে এবার, আত্নত্যাগের মহিমায় করতে হবে একে ভাস্বর। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।