আমাদের কথা খুঁজে নিন

   

কালো বিড়াল রহস্য এবং আমার কালো বিড়ালের বিরম্বনা !!!! (পারলে চোর ধর নিরীহ কালো বিড়াল ক্যান ?)

লেখক/কবি (ছবিতে তিতিন কে দেখা যাচ্ছে) কালো বিড়াল নিয়ে কয়েক দিন ধরে যা তা বলা হচ্ছে, তাতে করে আমার সদ্য মা হওয়া নিনিমিনি ওরফে কালির অবস্থা খুবই খারাপ। সদ্য মা হওয়া আমার এই প্রিয় বিড়ালটা অজানা কারণে ঘর থেকেই বের হচ্ছে না, এমন কী খাবার দেবার জন্য আগের মতো যখন তখন আমার কাছে এসে বায়না ধরছে না। মানুষজন উপমা দিতে কেন যে আমার এই নিরীহ কালো বিড়াল টাকে বেছে নিলো বুঝতেছিনা। কালো বিড়াল নিয়ে কথা ওঠার আগেই কিছু আহাম্মকের আক্রমণে গতশীতে নিহত ও গুম হয়েছে আমার সোনালি রঙের প্রিয় হুলো বিড়াল তিতিন, এই একই চক্র আমার বড় আপার বিড়াল রয় এর মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছে। সব মিলিয়ে আমার বিড়াল দের অবস্থা এখন খুবই খারাপ।

আপনাদের সবার পোষা বিড়ালের কী অবস্থা ? আর সব বিড়ালেরাই বা কেমন আছে ? রাজনীতিবিদ সহ সবার কাছে তাই আনুরোধ: দয়াকরে আপনারা ক্ষতিকর উপমা টানতে নিরীহ পশু-পাখি কে অন্তত টানবেন না। এরা অনেক দিক দিয়েই হিংস্র মানুষ-জন থেকে নিরীহ, ভালো এবং শিশু সুলভ। পশুপ্রেমী সহ সবার কাছে আবারো অনুরোধ রইলো দেশের বিড়াল প্রজাতিকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে আপনাদের এই অসম উপমা টানা অচিরেই বন্ধ করুন। !!!!!!!!!??????? নিরীহ পশুদের প্রতি একটু সদয় হোন, মূর্খ লোকদের অযথা নিরীহ পশুদের ওপর আর লেলিয়ে দিবেন না। অন্যভাবে নিজেদের রাজনৈতিক জিঘাংসা চরিতার্থ করুন।

(বিদ্র: ব্যাপক জন মানুষের প্রতিদিনকার কথাবার্তায় কালো বিড়াল প্রসঙ্গ আসায় এবং দায়িত্বশীল লোকেদের মুখে কালো বিড়াল পাকরাও ও নিধনের কথা উচ্চারিত হওয়াতে, আমার কালো বিড়াল নিনিমিনি ওরফে কালীর নিরাপত্তার স্বার্থে তার কোন ছবি এই পোস্টে দেওয়া গেল না বলে খুবই দুঃখিত। তবে আমার প্রোফাইলে ওর একটি ছবি আছে। আপনাদের সব কালো বিড়ালও সামলে রাখুন আর সবাইকে বাস্তব সম্মত কোন উপমা বেছে নিতে সহযোগীটা করুন, উৎসাহিত করুন। দেশের নিরীহ বিড়াল প্রজাতি রক্ষায় এগিয়ে আসুন) তিতিন এবং নিনিমিনি কে নিয়ে দেয়া এর আগের একটি পোস্ট তিতিন কে নিয়ে দেয়া আরো একটি পোস্ট  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.