আমাদের কথা খুঁজে নিন

   

নিরন্তর



যখন আমাদের নিঃসঙ্গতা যথেষ্ট নীলাভ শাদা আলোয়, স্বচ্ছতম বালুকণার মতো স্বতঃস্ফুর্ত.... তখন আমরা ভালোবাসি প্রবল ভাবে.... অনেকটা অনভ্যস্থ মাতালের মতোন নেশার পাত্র থেকে কাব্যে, ইন্দ্রিয় থেকে অস্থিতে...।। এখন ব্যর্থ ঘাসফুলের স্তুব্ধ দহন আমাদের মধ্যাহ্নের সুর্য সহস্র বছরের ক্লেদান্ত বিকেল এর কন্ঠস্বর আমাদের প্রতিটি নৈঃশব্দে তাই আমরা বাচঁতে শিখি.. রৌদ্র ,ছায়া ভালবেসে কখনো ধারালো প্রবালের মতোন স্বেচ্ছাচারিতা নিয়ে.. আমরা পথ চলি। গাঢ়তম দুঃখ যখন আমাদের স্পর্শ করে শতাব্দীর দূষিততম প্রেমকাতর বৃদ্ধের বাহু দিয়ে তখনো আমরা ভালোবাসি প্রবল ভাবে...... বিষন্নতমার থেকে বিষন্নতর হয়ে নিস্তরঙ্গিত থেকে তরঙ্গে, নেশার পাত্র থেকে কাব্যে, ইন্দ্রিয় থেকে অস্থিতে...।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।