আমাদের কথা খুঁজে নিন

   

নিরন্তর – ১১ (বড় গল্প)

.... তবুও আমি স্বপ্ন দেখি ... (স্বপ্ন, বাস্তব এবং ব্লগের সর্বস্বত্ব ব্লগার কতৃক সংরক্ষিত)

১০ম পর্ব - Click This Link মোবাইলে নুতন কেনা সিমকার্ডটা সেট করতে করতে আকাশ সারা দিনের পরিকল্পনাটা একবার ভেবে নিল। কাজ অনেক, তবে গুছিয়ে করতে পারলে সব একদিনেই করা সম্ভব। গত দুদিন আকাশ ঘর থেকে বের হয়নি এক মুহুর্তের জন্যও। তিব্র অপমান আর গ্লানিতে নিজেকে রাস্তার কুকুর মনে হচ্ছিল। এত বড় অপমান আকাশকে কোন দিনও কেউ করতে পারেনি।

অথচ কেবল চেয়ে চেয়ে দেখতে হয়েছে। প্রতিবাদ করার সামান্য সুযোগও পায়নি। নাকি সাহস হয়নি? নিজেই নিজেকে প্রশ্নটা করেছে বারবার। যখনই করেছে তখনই ওর রক্তে ঝড় উঠেছে। ইয়াবার থেকেও ভয়াবহ এক নেশা, প্রতিশোধের নেশায় পাগল হয়ে ছিল সে।

অন্য মোবাইল সেট থেকে খুঁজেখুঁজে হায়দারের নম্বার বের করে কল করলো আকাশ। হায়দার হলো গুলশান এলাকার আদুভাই। গত চার বছর ধরে সে এ-লেভেল শেষ করার চেষ্টা করছে। তবে চেষ্টা এখনও চেষ্টার পর্যায়েই আছে, সফলাতার মুখ সেটা আজও দেখেনি। যদিও সেটা নিয়ে হায়দারের কোন আফসোস নাই।

সে চরম আনন্দে প্রায় গ্রাজুয়েশন শেষ করে ফেলা বন্ধুদের সাথে গাঁজার আসরে যাচ্ছে, টয়োটা গাড়ির থোবড়া বদলে স্পোর্টস-কার বানিয়ে র‌্যালি করছে আর বনানীর ধোয়াচ্ছন্ন রেস্তোরায় প্রতি সপ্তাহে নুতন নুতন বান্ধবীদের সাথে গো আউট করছে। যদিও হায়দার পাত্তা পাবার মত ছেলে নয়, তবুও বন্ধুরা ওকে পাত্তা দেয় বিশেষ কারনে। হায়দারদের আশুলিয়ার কাছে একটা ফার্ম হাউজ আছে, যেটা বন্ধুদের মূল আকর্ষন। হায়দারও কখনো কাউকে ফিরিয়ে দেয়নি। শর্ত একটাই - নিজ দায়িত্বে মালামাল এবং বান্ধবী নিয়ে যাও।

কিছু ক্ষতিগ্রস্ত হলে, সেটা মাল হোক অথবা বান্ধবী, হায়দারের কোন দায়দায়িত্ব নেই। হায়দার বেশ কয়েকবার আকাশকে ফার্ম হাউজের কথা বলেছিল। ‘কোন একদিন যাব’ বলে আকাশ এড়িয়ে গিয়েছে সব সময়। “হ্যালো কে?” হায়দার ফোন ধরলো অন্যপ্রান্ত থেকে। “কি খবর? আকাশ বলছি।

” “আরে আকাশ ভাই। ” হায়দারের গলায় আবেগ যেন উথলে পড়লো। “নুতন নাম্বার নিলেন নাকি?” আকাশ একটু হেসে বলল, “তুমিতো জানই, একই মেয়ে আর একই নাম্বার আমার সাথে বেশিদিন স্যুট করে না। ” হায়দার হাসতে হাসতে বলল, “আবার জিগস্! বস মানুষদের একই জিনিসে বেশি দিন মানায়ও না। তা বস, এই অধমকে হঠাৎ মনে পড়লো কেন? কোন বিশেষ কারন নাকি?” শেষের কথাটা একটু রহস্য করে বললো হায়দার।

আকাশ একটু চুপ করে থেকে তারপর বলল, “তোমার ফার্ম হাউজটা পাওয়া যাবে এ সপ্তাহে?” “কঠিন অবস্থা মনে হচ্ছে? নাম্বারের সাথে কি আইটেমও বদলে ফেলেছেন নাকি?” আকাশ একটু হাসলো, কিছু বললো না। হায়দার আবার বলল, “আপনি কোন চিন্তা করবেন না। ফার্ম হাউজ খালিই পড়ে আছে। নিজের মনে করেই চলে যান। আমি রশীদ অর্থাৎ কেয়ারটেকারকে বলে দেব।

আপনি যে কোন সময় যেতে পারবেন। ” “আমি আজই একবার একটু ঘুরে আসতে চাই। ” “কোন ব্যাপার না বস। রশীদ একটু বাহিরে আছে। বিকেলের দিকে গেলেই আপনি পেয়ে যাবেন।

এর মধ্যে আমি ফোন করে জানিয়ে দিচ্ছি। ” হায়দারকে ধন্যবাদ দিয়ে ফোন রাখতে রাখতে আকাশ চিন্তা করলো একবার ফারিয়ার সাথে দেখা করে আসবে কিনা? গত দুদিন ইন্টারনেটে ফারজানার সাথে বার কয়েক চ্যাট করা ছাড়া বাকি সময় একমাত্র ফারিয়ার সাথেই কথা বলেছে সে। যদিও কথা বলতে ইচ্ছে করছিল না তবুও মেয়েটা ওকে প্রায় জোর করিয়েই কথা বলাচ্ছিল। কথার এক পর্যায়ে ফারিয়া দেখা করতে চাইলো। আকাশ মুখে বলেছিল “হবে, কোন এক সময় হবে।

” আর মনে মনে ভেবেছিল, পায়রা তুমি নিজ থেকেই ধরা দিতে চাইলে আমার আর কি করার আছে! দ্রুত ফারিয়াকে কল করলো আকাশ। “হুস দিস?” ফারিয়া নুতন নাম্বারটা চিনতে পারেনি। “ইটস্ মি, আকাশ। ” “ওহ…। হাই হানি।

হঠাৎ নাম্বার বদল?” “সে কাহিনী পরে শুনো। এখন খুব গুরুত্বপূর্ন ব্যাপার ঘটেছে, সেটা নিয়ে কথা বলতে ফোন দিলাম। ” ফারিয়া একটু চমকে উঠলো। “কি হয়েছে? এনিথিং সিরিয়াস?” “সিরিয়াস মানে, মহা সিরিয়াস। তোমার সাথে ধাবায় বসে আমার খুব দহিফুচকা খেতে ইচ্ছা করছে।

” “ইউ ইডিয়েট। ” ফারিয়া হাসছে। “আমার দম প্রায় বন্ধ করে ফেলেছিলে। ” তার পর হাসিটা একটু কমে আসলে বলল, “কখন আসতে চাচ্ছ?” “এখন সম্ভব হলে এখনই। ” আকাশ অনুভব করছিল আজকের ব্যাটিংটা আফ্রিদির মত হচ্ছে।

চোখ বন্ধ করে ব্যাট চালালেও ছয় হয়ে যাচ্ছে। সে নিশ্চিৎ ফারিয়ার ক্লাস থাকলে, ক্লাস মিস দিয়ে হলেও আজকে সে দেখা করবে। আজকে দিনটাই যেন আকাশের। “আচ্ছা ঠিক আছে। আমাকে ইউনিভার্সিটি থেকে পিক করো।

তার পর এক সাথে ধাবায় যাবো। ” “আমি পনের মিনিটের মধ্যে তোমার ক্যাম্পাসে থাকবো। ” আকাশ যখন ফোন রাখতে যাচ্ছিল ফারিয়া তখন আবার বললো, “ইউ নো, আই সিম্পলি লাভ ইট। ” আকাশ একটু অবাক হয়ে বললো, “কি?” “ইডিয়েট! দহি ফুচকা। ” আকাশ হেসে ফেললো।

মুখে কিছু বললো না। মনেমনে বললো সেটা জানি বলেইতো তোমার উপর প্রয়োগ করলাম। শুধু আফসোস, আগামী আধঘন্টা এই অখাদ্যটা চাবাতে হবে। আকাশ যখন ক্যাম্পাস থেকে বের হচ্ছিল পেছন থেকে সজীব ডাক দিয়েছিল। আকাশ হাতের ইশারায় বুঝিয়ে দিয়েছিল বন্ধুদের দেয়ার মত সময় এখন ওর কাছে নেই।

সেদিন র‌্যাব অফিসের সেই অপমানের পর আকাশের রক্তে এখন অনেকগুলো নেশা এক সাথে কাজ করতে শুরু করেছে। সেগুলোর মধ্যে একটা হলো যেখানে যত মেয়ে পাবে, সবাইকে আকাশ ‘ট্রাই’ করবে। *** ফারিয়ার সাথে ধাবায় ঘন্টাখানেক সময় কাটিয়ে আকাশ গিয়েছিল বসুন্ধরা সিটিতে। সেখানে কিছু কাজ শেষে যখন আশুলিয়ায় হায়দারদের ফার্ম হাউজে গিয়ে পৌছালো তখন প্রায় বিকেল। ফার্ম হাউজের কেয়ারটেকার রশীদ বেশ চটপটে লোক।

হায়দার আগেই ফোন করে দিয়েছিল তাই আকাশকে আর খুব বেশি কিছু বলতে হয়নি। দেখেই চিনতে পেরেছিল। রশীদের চোখের দিকে তাকিয়েই আকাশ বুঝতে পেরেছিল এই লোক চরম লোভী। তবে লোভী লোক আকাশের বেশ পছন্দ। আকাশ জানে এরা খুব কাজের হয়।

যতক্ষন টাকার উপর থাকে, কুকুরের থেকেও বিশ্বস্ত এরা। রশীদ আকাশকে ফার্ম হাউজটা ঘুরিয়ে দেখালো। বেশ চমৎকার। রুমগুলো বড় এবং আরামদায়ক। যেমনটা আকাশ আশা করেছিল তার থেকেও ভালো।

পুরো ফার্ম হাউজটা ঘুরে বারান্দায় এসে দাড়ালো আকাশ। তার পর একটা পাঁচশ টাকার নোট বের করে রশীদকে দিতে দিতে বললো, “যেভাবে বলবো, সব সেভাবে যদি করো এরকম আরো চারটা নোট পাবা। স্লো মেয়ে, স্লো কার এবং স্লো এসিসট্যান্ট আমার পছন্দ নয়। আশা করি আগামী এক সপ্তাহ এ কথাগুলো মনে থাকবে। ” রশীদ হাসলো।

ওর চোখগুলো এখন আরো বেশি চকচক করছে। আকাশের সে চোখ দেখতে ইচ্ছে করছিল না। তাই অন্য দিকে তাকিয়ে থেকে বলল, “আমার গাড়িতে একটা বড় কালো ব্যাগ আছে, ওটা নিয়ে আসো। ” বাতাসে বৃষ্টির গন্ধ। আকাশ বুঝতে পারে একটু পরেই বৃষ্টি নামবে।

এলোমেলো বাতাসে সামনের গাছগুলো নুয়ে পড়ছে, আবার ঠিকই মাথা তুলে দাড়াচ্ছে। আকাশ এক মনে তাকিয়ে ছিল দিগন্তের দিকে। সেদিন কি আকাশ দিগন্তের শেষ প্রান্তে তার নিয়তীকে পড়ছে পারছিল? সম্ভবত পারেনি। নিয়তীর এই এক আজব খেলা। সবার চোখের সামনেই থাকে কিন্তু কেউ পড়তে পারে না।

(চলবে) ১২ জুলাই ২০০৮ ডাবলিন, আয়ারল্যান্ড।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।