আমাদের কথা খুঁজে নিন

   

দেশের চরম পরিস্থিতির মাঝে আরো একটি জটিল ভাল খবর।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

যারা গতকালের হিট খবরটি পড়তে পারেন নি তারা এই লিন্কে Click This Link গিয়ে আগের খবর পড়ে তারপর ভিতরে আসুন। আর যারা পড়েছেন তারা সরাসরি ভিতরে আসুন। - - - - - - - - - - - - এদিক সেদিক চক্কর মারা বাদ দিয়ে সেন্টারের কথা বলি, আর সেটা হচ্ছে বাংলাদেশ আবার জিতেছে। জানেন কার সাথে? জাপানের সাথে।

যেই জাপানে বাংগালীরা মৃত্যু ঝুকি নিয়ে ৫/৬ লাখ টাকা খরচ করে কাজকরতে যায় সেই শক্তিধর জাপানকে আজ হারিয়ে দিয়েছে আমাদের দেশে ইভটিজিং-এর শিকার তরুনীরা। এশিয়া কাপের ৬ষ্ঠ ম্যাচে আজ বাংলাদেশ মুখোমুখি হয়েছিল জাপানের। সকালে টসে বাংলাদেশের 'সালমা খাতুন' জয় লাভ করে ব্যাটিং করার সিদ্বান্ত নেন, ইনিংস শেষে তাদের স্কোর দাড়ায় ১১১ আট উইকেটে হারিয়ে তারা এই রান সন্গ্রহ করে। দলের পক্ষে 'শুখতাঁরা' সর্বোচ্চ ৩৭ রান করেন। তাছারা দল নেত্রি 'সালমা খাতুন' ২৪ রান করেন।

জাপানের হয়ে 'কে ওতা' তিনটি উইকেট দখল করেন। জবাবে রিক্সার আবিস্কারক দেশের তরুনিরা ২০ ওভার শেষে ৫৭ রান করতে সক্ষম হন। ওপেনারদ্বয় ভাল পারফর্ম করে ৩৩ রান করলেও ৩৪ রানে ২য়, ৩৬ রানে ৩য়, ৪১ রানে ৪র্থ, ৪১ রানে ৫ম, ৪১ রানে ৬ষ্ঠ, ৪৩ রানে ৭ম এবং ৫০ রানের মাথায় ৮ম উইকেট হারিয়ে বেংগল টাইগারদের নিকট আত্নসমর্পন করে। টাইগারদের পক্ষে সেই ৩৭ রান করা ব্যাটসম্যান শুকতারা সর্বোচ্চ তিন উইকেট নেন। বিশ্বাস না হলে নিজ চোখে Click This Link নিতে পারেন।

খেলাটি মাত্র ৩২ মিনিট আগে শেষ হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.