আমাদের কথা খুঁজে নিন

   

দেশের চরম পরিস্থিতির মাঝে একটি জটিল ভাল খবর।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

ভিতরে না আসলে মিস করবেন। - - - - - - দেশের ভাল খবর বলতে আর কি আছে? সেই ক্রিকেট। আজ এশিয়ান গেমসের চতুর্থ ম্যাচ ছিল, বাংলাদেশের জন্য ছিল প্রথম। প্রতিপক্ষ শক্তিশালী হংকং।

টসে বাংলাদেশ হেরে যাওয়ায় পুরো জাতি চাপে পরে যায়। ওদিকে হংকং এর ক্যাপ্টিং 'কনি অং' টসের ফায়দা নেয়ের জন্য প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেন। কিন্তু বাংগালী বোলারদের দাপটে হংকংএর সমস্ত ব্যাটসম্যান বাতাসের মত উরতে থাকে। ফলে তারা ০২৫ রানে অল আউট হয়ে যায়। সংক্ষিপ্ত কাহিনি..... ১ম উইকেট= ৫ রানে।

২য় উইকেট= ৫ রানে। ৩য় উইকেট= ৮রানে। ৪র্থ উইকেট= ১৮ রানে। ৫ম উইকেট= ১৯ রানে। ৬ ষ্ঠ উইকেট = ২০ রানে।

৭ম উইকেট=২১ রানে। ৮ম উইকেট= ২৩ রানে। ৯ম উইকেট= ২৫ রানে। ১০ম উইকেট= ২৫ রানে। মজার ব্যাপার হলো বোলাররা উইকেট পেয়েছেন মাত্র তিন টি।

বলেন ত কাহানি কি? হ্যা্‌ ঠিক ধরেছেন, রান আওট। বাকি সাতজন হয়েছেন রান আওট। আরো মজার কাহিনি হলো এই সাতজনের ৬ জনই রান আওট হয়েছেন উইকেট কিপারের হাতে। ১০ উইকেট হারাতে তাদের খেলতে হয়েছে ১৭ ওভার। সর্বোচ্চ রান করেছেন 'কে কে গিল'/১৩।

দ্বিতিয় সর্বোচ্চ রান উঠেছে ৪। ইনিংসে ৪ হয়েছে একটি। ছক্কা হাকানো সম্ভব হয় নি। বাংলাদেশ ত হাস্‌তে হাস্‌তে ইউ মাঠে নামে ইউ চলে আসে। ভয় পায়েন না, জিতেই চলে আসে।

তাও বিনা উইকেটে। মাশাল্লাহ কি স্পীড বাংগালী দামালদের। যদি কেহ বায়না ধরেন যে, আমি আশরাফুলকে হরতালে গাড়ি ভাংতে দেখছি, তামিমকে রাস্তায় ফিল্ডিং করতে দেখছি, সাকিবুলকে গরুর হাটে দেখছি, মাশরাফিকে হসপিটাললে দেখছি তাহলে এই নৈপুন্ন কে দেখাল? আমি কিন্তু ভয় পাবো না, আমি তখন বলবো পাশের লিন্কে ঠোয়া মারেন..... Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.