আমাদের কথা খুঁজে নিন

   

চোখের জল,কখনো তা বিপরীত ফল !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

স্বপ্নবাজ,মন চায় লিখতে কিন্তু খাতা ভরে আগাছায়..........

অতি সাধারন মানুষ আমি হয়তো অনেক কিছু জানি না। কিন্তু সরল একটা কথা জানি সেটা হলো চোখের জলের শক্তি, কোন কোন জল মূল্যহীন আবার কিছু চোখের জলের শক্তি অসিম!! ভবিষ্যৎ তো জানি না তবে খুব সংকিত হচ্ছি বেগম জিয়া'র চোখের জল না জানি কোন পথে গড়ায় !!! দয়া করে কেউ কোন দলীয় ভাবে নিবেন না। আর যেখানে দেশের সর্বচ্চ আদালত বিষয়টি বিচার করছেন সেখানে রায় এর অগেই দু দল মাঠে নেমে গিয়েছিল অনেক আগেই,কিন্তু কেন??? ঈদ পর্যন্ত কি আপেক্ষা করা যেত না??? যে বিশ্ব বেহায়া যেখানে বহাল তবিয়তে আছেন যিনি বাড়ীর দানকর্তা আগে বিচারের কাঠগড়ায় দাড় করিয়ে বিচার করা কি অসম্ভব??? এখন সহায় কেবল সৃষ্ঠিকর্তা, প্রার্থনা্ করি ;;ডিজিটাল ও বাড়ী'' টানাদের হাত থেকে দেশকে তুমি রক্ষা কর প্রভু। । শেষে উপসংহার এই- যে ইষ্যু নিয়ে যে খেলা চলছে এ ছাড়াও অনেক বড় সমষ্যা কিন্তু রয়ে যাচ্ছে চোখের আড়ালে।

সে দিকটায় আগে নজর দেয়া কি উচিৎ নয়?? মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল দেশ গড়ার যে শ্লোগানে আমার মতো অভাগা যাদের ভোটে আপনি আজ দেশের প্রধান, তাদেরকে হতাস না করই হবে সবার জন্য মঙ্গলময়। কিন্তু ডিজিটাল দেশ গড়তে হলে যে বিষয় গুলো প্রধান তার মধ্যে ৩ টি বিষয় খুবই গুরুত্বপুর্ন হলো- (১) বিদ্যৎ (২) গ্যাস (৩) পানি এই ৩ সমস্যা কিন্তু এখনো সমাধানের '' স'' ও খুঁজে পাওয়া যায়নি। বর্তমান প্রজন্ম কথায় নয় কাজে বিস্বাস করে!!!!!!!! মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে তরুন প্রজন্মের ১ জন হিসেবে বিনীত প্রার্থনা '' এসব ছোট বিষয়গুলো'র পিছনে সময় ব্যায় না করে বৃহৎ সমস্যার সমাধানের দিকে নজর দিন'' আপনার একটু দয়া ভিক্ষা চাই আমরা। চোখের জলের ক্ষমতা সারা-বিশ্বে আপনার চেয়ে ভাল উপলব্ধি আর কেউ কি করতে পারবে?? না পারবে না। তাই এটা কোন বড় সমস্যা না, এটাকে ইস্যু করার খুব বেশি প্রয়োজন কি ছিল??? কিন্তু চোখের জলের ক্ষমতার ব্যাবহার এর সুযোগ ইতিমধ্যেই আপনি করে দিয়েছেন, যা হয়তো বিরোধী দল প্রয়োগ করবে ।

এবং প্রয়োগ করা শুরু হয়ে গেছে এটা দেশের মঙ্গল বয়ে আনবে না সেটা আপনারাও জানেন ! এটা আমার মতো আম-জনতার চোখের পানি নয়,এটা বেগম জিয়া যিনি বাংলাদেশের ইতিহাসে ৩ বার প্রধানমন্ত্রী হয়েছেন ! আর ভবিষ্যৎ এ যে আবার ও দেশের ক্ষমতা তার দল পাবে না তার কি কোন গ্যারান্টি কি আমরা দিতে পারবো?????? পারবেন না, তাই একটু নমনীয় হওয়া কিযায় না , দয়া করে একটু কি ভাববেন এই অভাগা দেশটার জনা !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.