আমাদের কথা খুঁজে নিন

   

বাস্তব পর্যবেক্ষণ : চেয়ারম্যান মানে শেয়াল

আমি, কথা কম -কাজ বেশীতে বিশ্বাসী......

যুবই শক্তি ,তাই এবছর চেয়ারম্যান চাই কোনো যুবককে। তাছাড়া এলাকার ছেলে এবং সরকারী দলের লোক এই ভেবে সেলিম মিয়াকেই গত নির্বচনে ভোট দিয়েছিলেন হাশেম মিয়া। কিন্তু এবারের কার্তিকে হাশেম মিয়ার ঘরে যখন চাল বাড়ন্ত । খাবারের অভাবে এই ৬০ বছরের বৃদ্ধ তখন চেয়ারম্যানের কাছে কিছূ ধার আনতে গিয়েছিলেন। তখন তিনি চিনলেন দু পায়ের এক ভিনগ্রহের শেয়ালকে।

সেলিম সাহেব তাকে জিজ্ঞেস করে ,আপনার বাড়ী কোথায় ? প্রবল আত্নবিশ্বাসে মৃদু হেসে হাশেম মিয়া বললেন -কেন্ তুমি কি আমারে চিনো না ? আমি দক্ষিণ পাড়ার কাশেমের ভাই হাশেম। চেয়ারম্যান সাহেব বিরক্তির ভাব নিয়ে নিরবে দাড়িঁয়ে রইলেন। হাশেম মিয়া রাগে বললেন -নির্বাচনের মৌসুম ঠিহি চিনো । হাশেম মিয়ার ধারালো জবাব শুনে চেয়ারম্যান হেসে বললেন -নির্বাচনের সময় তো আমি ছিলাম শেয়াল ; সবাইতো শেয়ালরে চিনে ,শেয়াল কয়জনরে চিনে। তারপর ঠোটেঁর কোণে হাসিটা রেখেই বলতে লাগলেন ,এবছর দান-খয়রাত করতে করতেই ফতুর হইয়া গেলাম , সামনে নির্বচন করব কী দিয়া।

হাশেম মিয়া হনহন করে চলে যাচ্ছেন ,আর চেয়ারম্যানকে বলে গেলেন-আইসো সামনের নির্বাচনে , বাশঁ দে শেল দৌঁড়ামো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।