আমাদের কথা খুঁজে নিন

   

বাস্তব

কল্পনার এক বছর

খানিকটা পথ এগিয়ে গেছে চালক হয়তোবা মনের ভুলে পিছিয়ে সেই জায়গাটায় আবার ঘাড় ঘুরিয়ে তাকালাম কুয়াশায় খুব আবছা ঘড়গুলো। চশমাটা চোখে গলিয়ে হঠাৎই গাড়ি থেকে নেমে গেলাম কই সেই ঘড়টা আমার? যেন বেগুনী ফুলে চালটা ভরা ছিল দু'টো একটা শিমও ছিলো মনে হয় জংলায় কচি লাউ, নতুন ধানের উঁচু খড়ের পালা নিকোনো উঠোন মুরগীর ঘড় আর সামনে তাকালেই খেসারী ভুই তাহলে কি কল্পনা ছিলো ! লম্বা দীর্ঘশ্বাস ফেলে সামনে এগোতেই পেছন থেকে "বেগমসাব" বলে ডাকলো কেউ "বয়েন" -বলে অতিযত্নে পাটিটা বিছিয়ে দেয় এক যুবক পেছনে নাকছবি পরা লাজনম্র বধুঁটি তার। টিনের থালায় গরম ভাপা পিঠা খুব সংকোচে দিলো - যদি না খাই, ভেঙ্গে মুখে দিলাম ওদের চোখের তারায় যে খুশীর ঝিলিক, সত্যিই সব কষ্ট মুহুর্তেই উঠে গেল কল্পনাও কিছু সময় বাস্তবে রূপ নেয় ভাবতে ভাবতে ঝাপসা চোখ আমার।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।