আমাদের কথা খুঁজে নিন

   

সামু! ইতা তুমি খি খরলা?

Its not the degree but the mercy of Allah (swt) that brings food in our table, though we are not grateful with what we have while many of us don

ব্লগ পড়ি অনেকদিন হইল। কিন্তুক কখনো ব্লগ লেখবার খায়েশ হয় নাই, তয় আইজকা মনে হইল একটা ব্লগে আমার জ্ঞানগর্ভ জবানটা ছাড়ি। পরে মনে পইরল ইয়ার লাগি ত রেজিস্ট্রেশান করন লাগব,হেইটাও কইল্লাম। পর সংবাদ এই যে আমি নাকি মন্তব্য করতে পারমুনা। কিল্লাই পারমুনা এই জন্য সামু কিছু ইতং বিতং যুক্তি দিল।

মনে হইল ঢাকা কলেজে ইনটার পড়ার সময়কার মত এক চিক্কুর দিয়া কই " ওই!ভাং"। তারপর লেখতে বইলাম স্মারক লিপি। লিখতে যাইআও কত্ত চিরিক বিরিক। জীবনে তো কীবোর্ডে বাংলা লেকি নাই। জ্ঞান লিকতে জাইয়া হয় গান ,কত লিকতে জাইয়া হয় কুত্তা,ছাড়ি লিকতে জাইয়া হয় শআড়ি(মেয়েরা গায়ে পরে),{এই সময় আইসা বুজলাম যে নিচের কীবোর্ড টা ব্যবহার করা যাইতে পারে}যাইয়া লিখতে যেয়ে হয় জিয়া।

এর মধ্যে গেল ইলেক্ট্রিসিটি,সেভ করতে মনে নাই,আমার তো মাথায় হাত। ইলেক্ট্রিসিটি আসলে দেখলাম না হক্কল ই ঠিক আছে। দিলে শান্তি পাইলাম। এই লেখা লিখতে টাইম লাগসে ১ ঘণ্টারও উপরে। যাই হোক পরথম ব্লগ লেখার অভিজ্ঞতা মন্দ হইল না...........আমি খুশি আপনে খুশি তো!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.