আমাদের কথা খুঁজে নিন

   

ইতিবাচক পরিবর্তনের সংগী হতে দোষ কোথায়?????



খুশি খুশি মনে ভারাক্রান্ত হৃদ্য় এর কথা বলতে এসেছি । খুশি এই জন্য যে আমি এখন নিরাপদ ব্লগার। অতি দ্রুত সময়ে। আর দু:খের কথা হল প্রকৃতির চরম অমোঘ নিয়মে আমি বাসে ভ্রমণ বিলাসী(মনের বিরুদ্ধে)। বাস ভ্রমণ প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে বাধিত।

তা মহিলাদের এই যুদ্ধে অবর্তীন্ন হতে দেখতেও অভ্যস্ত। তাদের জন্য বরাদ্দকৃত আসন সংখ্যা কত তা জানার অনেক চেষ্টা করেও পেলাম না। কেউ যদি জেনে থাকেন সঠিক কতটি আসন মহিলা,শিশু ও প্রতিবন্ধীদের জন্য একটি বাসে আসে তা জানাবেন ব্লগার ভাই ও বোনেরা । কিছু কথোপকথোন উপস্থাপন করতে যাচ্ছি। [sb]ঘটনা ১: বাসের একটি আসনের পাশে লেখা আসে মহিলা আসন।

পরপর দুইটি বাস স্ট্যাণ্ডে ঐ আসনটি খালি ছিল। এমন যে একজন ব্যাক্তি উঠে বসেন নি এবং তার সাথের জনকেও বসতে দেননি। তিনি বললেন"মহিলার সিট বসবেন না,পিছনে আসেন সিট খালি আসে। "তৃতীয় বাস স্ট্যাণ্ডে এক ব্যাক্তি উঠলেন এবং ঐ আসনে বসে পড়লেন। ইতিবাচক পরিবর্তন: যে ব্যাক্তি ঐ আসনটিতে বসেননি এবং তার সংগীকেও বসতে দেননি তাকে অনেক সাহসিক আভিনন্দন।

আমাদের দেশের ক্ষেত্রে এই ঘটনাটি শিক্ষণীয় ও অন্য আরেকটি মনোভাবের দিক থেকে কিছুটা পরিব্রতণীয়। ব্যাক্তিটি আসনটিতে ইচ্ছা করলে বসতে পারতেন এবং মহিলা আসলে আসনটি ছেড়ে দিতে পারতেন। এটা আমাদের দেশের অধিক জনসংখ্যার আসনের পর্যাপ্ত চাহিদা না মিটায় করতে হবে। ক্ষতি কি এতে? আমার মনোভাব: আমাদের দেশ উন্নতি তখনি করবে যখন আমরা এইসব ইতিবাচক পরিবর্তনের সংগী হব। ঘটনা ২: মহিলার আসনে এক ব্যাক্তি বসে ছিল আর অনেক ভিড়ে বাসে একজন মহিলা উঠলেন ।

ঐ ব্যাক্তি তখন বললেন"বাসের ভিড়ের মধ্যে উঠলেন কেন?" মহিলাটি বললেন"আপনাদের মত আমাদেরও কাজ আসে ,সময়ের কাজ সময়ে করতে হয়,সময়তো কারো জন্য অপেক্ষা করে না। " তারপর বাসের স্টাফ ঐ ব্যাক্তিকে ঐ মহিলার আসন ছেড়ে দিতে বললে ঐ ব্যাক্তি বললেন"আমি টিকেট টাকা দি্যে কিনে উঠছি আমি সিট ছাড়ব না। "তাদের দুজনের কথা কাটাকাটিতে কেউ এর পক্ষে কেউ ওর পক্ষে গেল। এক সময় ব্যাক্তিটি বললেন"বাসে পুরুষ দঁড়াতে পারলে মহিলাও পারবে..........."। এভাবে অনেক কথার পর ব্যাক্তিটি আসন ছেড়ে উঠলেন।

আমার মনোভাব: ব্যাক্তিটির কথা শুনে আপনাদের কি মনোভাব হয়? ঘটনা ৩: মহিলা বাসে দাঁড়িয়ে । এক ব্যাক্তিকে আসন ছেড়ে দিতে অনেক বার বলার পরও তিনি তা করেননি। তাকে যখন বলা হল যে যদি মহিলাটি তার মা/বোন হত তা হলে তিনি কি এভাবে বসে থাকতে পারতেন কিনা তখন তিনি নির্বাক ছিলেন কিন্তু আসন ছাড়লেন না। আমার মনোভাব: মহিলাদের দেহের সৃষ্টি হয় পুরুষের দেহের সকল অংগের চেয়ে কম অংশ নিয়ে কিন্তু মহিলাদের কাজ করতে হয় পুরুষের দ্বিগুণ। একবার ঘরের ভিতরের কাজ আরেকবার ঘরের বাইরের কাজ।

এইজন্য বুঝি পুরুষেরা বাসে দাঁড়িয়ে থাকলে মহিলারাও থাকতে পারবে?????? ঘটনা ৪: মহিলা অনেক ভিড়ে বাসে উঠলেন। দাঁড়িয়ে আসেন । বাসের স্টাফ টাকা নেও্য়ার সময় মহিলাটির গায়ে হাত দিলেন। মহিলার শরীরের সাথে তার জননাংগ লাগিয়ে রাখলেন। মহিলাটি আত্নসম্মানের ভয়ে সব সহ্য করলেন।

আমার মনোভাব: এইসব ঘটনা যদি আপনার মা/বোন/স্ত্রী এর সাথে হয়???? আপনি সহ্য করবেন???? এইসব মহিলারা যদি শিশু/প্রতিবন্ধী হয় তাদের কি নিরাপত্তা পাওয়ার অধিকার নেই??????? উত্তর আসে আপনাদের কাছে???? থাকলে দিয়ে যাবেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।