আমাদের কথা খুঁজে নিন

   

ইতিবাচক কথার শক্তি

সামহোয়ার কে ধন্যবাদ ১৬ তারিখের আলোকায়ন হতে এক কিশোর মাত্র ১৩ বছর বয়সেই দুটি ব্যাংক ডাকাতি করেছে এবং খুন করেছে দুটো, তৃতীয় বারের মতো ব্যাংক ডাকাতি করার সময় ধরা খেলো এবং তাকে আদালত হতে এত বড় বড় অপরাধের জন্য ফাসির আদেশ না দিয়ে তাকে পুনর্বাসন কেন্দ্র / কিশোর সংশোধন কেন্দ্রে দেয়া হলো। সেখানে একটি চার্চ ছিল যার প্রধান ফাদার খুবই দয়ালু ছিলেন, তিনি কথা বলতেন অতন্ত মমতা নিয়ে। কিশোরকে ফাদার দেখলেন সে বাগানে একটি বেঞ্চে বসে সিগেরেট খাচ্ছে, তো নতুন একজনকে দেখে ফাদার গেলেন তার কাছে, পাসে বসলেন কুশোল জিজ্ঞাসা করার সাথে সাথেই ছেলেটি মুখ ভর্তি ধোঁয়া ফাদারের মুখে ফু দিয়ে বিরক্তি প্রকাশ করলো। ফাদার রিঅ্যাকটিভতো হলেনই না বরং তার হাত পায়ে যে হাতকড়া ছিল তা খুলে দিতে বল্লেন। প্রতিদিন ফাদার তাকে ভাল কথা ও উপদেশ দিতেন কিশোর কিছুর বলতো না আবার কোনো প্রতিক্রিয়াও করতো না।

কিছুদিন পর ফাদার তার কাছে এসে বল্লেন তুমি কি পড়াশোনা করতে চাও, তুমি যদি চাও আমি তোমার জন্য এখানে পড়াশোনার করার ব্যবস্থা করতে পারি, আমার মনে হয় তুমি একজন ভাল ছাত্র। এইবার ছেলেটি ফাদারের দিগে তাকালো এবং বল্লো ‍‍‌‍'আমি ভেবেছিলাম আপনি একজন ভাল মানুষ কিন্তু আসলে আপনি একজন মিথ্যাবাদী'। ফাদার হাসলেন জানতে চাইলেন কেন এমন বল্লে তুমি? তখন সে বলো- আমি যখন স্কুলে যেতাম পড়া না পারলে আমাকে মারতেন শিক্ষকরা, আর একদিন কোনো পড়া না পারার কারনে শিক্ষক আমাকে মারমে মারমে স্কুল থেকে বের করে দেয়। এবার বলেন আমি কিভাবে ভাল ছাত্র হলাম? তখন ফাদার বল্লেন একজন ভাল ছাত্র সব সময় তার শিক্ষককে অনুস্বরণ করে আর তোমার শিক্ষক কারা ছিল - চোর বাটপার ডাকাত, তারা যেভাবে করতে বলেছে তুমিও সেভাবে করেছো, দেখ মাত্র ১৩ বছর বয়সেই তুমি তিন বার ব্যাংক ডাকাতি করতে গিয়েছো এবং তুমি সফলও হয়েছো, তার মানে তুমি ভাল ছাত্র কিন্তু তোমার শিক্ষকরা ভাল ছিল না। এখন তুমি ভাল জায়গায় এসেছো ভাল শিক্ষক পাচ্ছ তুমি অবস্যই বড় একজন মানুষ হতে পারবে।

এবার ছেলেটি কেঁদে দিল। পরে ছেলেটি এই চার্চেরই ফাদার হয়েছিলেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।