আমাদের কথা খুঁজে নিন

   

একটি শিরোনামহীন কবিতা কিংবা নপুংসক ঈশ্বর এবং তার নপুংসক পূজারীর হাল হাকীকত

সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে

একদিন আমরা অনেক যতন করে আমাদের ঈশ্বর বানিয়ে ছিলাম এবং আমারা তাকে দিয়েছিলাম অফুরন্ত ক্ষমতা 'দ্যা অলমাইটি গড' এবং তিনি অবিনশ্বর দ্যা অনলি ক্রিয়েটর আমাদের মর্ত্যের পৃথিবীতে অনেক জরা ক্ষরা আর ক্ষুধামন্দা ছিল কিনা তাই তাঁকে আমরা মনোনীত করেছিলাম আমাদের শস্যদাতা রক্ষাকর্তা একমাত্র তিনি আমাদের তিনি খান না পান করেননা এবং নিদ্রাও তাকে স্পর্শ করেনা এবং তিনি স্বয়ংসৃষ্ট তিনি কাউকে জন্ম দেন না তাকেও কেউ জন্ম দেয়নি এরকম অভিধাই তাকে দিয়েছিলাম আমরা কেননা তিনি যে আমাদের রক্ষা করবেন অথচ মনভোলা ঈশ্বর সব ভুলে গেলেন তাকে কেউ জন্ম দেয়নি বলে তিনি বুঝতে পারেননা কোন দুঃখে আমাদের মা তরকারীতে হলুদ দিতে গিয়ে ভাবেন কী দরকার শুধু শুধু রং দিয়ে টাকা খরচ করার? আমাদের শরীরে লাগিয়ে রেখেছেন রক্তচোষা আমাদের জ্বীবন্ত্ত লাশের পেছনে লেলিয়ে দিয়েছেন শকুন আমাদের শবখাবলে খাবে বলে অধীর প্রতীক্ষা তার শকুন তাড়ানোর নামে তিনি আমাদের হাতে ধরিয়ে দিলেন পরকালীন মূলো শকুণের দল আমাদের লাশের উপর দামামা বাজিয়ে চলে বুকের পাঁজর ভেদ করে চলে যায় হন্তারক বুলেট পিতার কোলের পরে পুত্র কন্যারা মরে তারা হয়ে যায় নপুংশক ঈশ্বর কাউকে জন্ম দেননা বলে বুঝতে পারেননা আমাদের সন্তানহারা করলে আমারা কী পরিমাণ ব্যথিত হই বিনা চিকিৎসায় আমাদের জনক জননী মারা গেলে তিনি বুঝতে পারেননা আমাদের কান্নায় কতো কষ্ট কেননা আমাদের ঈশ্বর তাঁকে কেউ জন্ম দেয়নি আমাদের শস্যে আমরা জঠর জ্বালা মিটাতে পারিনা আমাদের ভূমিতে আমরা বাস্তুহারা আমাদের গৃহে আমরা নিগৃহীত কিছুই করিতে পারিনা আমরা প্রতিবাদ প্রতিরোধ সংগ্রাম ঈশ্বর নপুংসক আমাদের আমারাও নপুংসক পূজারী তাঁহার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.