আমাদের কথা খুঁজে নিন

   

একটি নির্ভুল ব্লগে নির্ভুল ভাবে নির্ভুল রেজিস্ট্রেশন সহায়িকা

পরিবর্তনের জন্য লেখালেখি

বাংলাদেশ সরকার ও ইউ এন ডি পির উদ্যোগে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র স্থাপিত হয়েছে ৪৫০১ টি ইউনিয়নে । আমাদের , মানে সাধারণ ব্লগারদের এই ব্যাপারে কোন আগ্রহ তৈরী হয় নাই। কেন হয় নাই, তার একটা কারণ একটু আগে খুঁজে পাইলাম। অত্যন্ত বুদ্ধিমানের মত তাহারা তাহাদের ওয়েব সাইটটি গোপন করে রেখেছেন। কিছুই বুঝলাম না ।

ই গভর্নেন্স মানে হইলো আরো বেশি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক প্রশাসন। কিন্তু ইনারা জনগণের কাছে তালাবন্ধ উপায়ে কেমনে আসবেন? বৃটিশ আমলে সরকারী সকল কিছুই " সিভিলিয়ান" জনগণের কাছ থেকে গোপন রাখার চেষ্টা হত। এই অবস্থা বজায় ছিলো পাকিস্তান আমলেও। কারণ - বৃটিশ ও পাকি - দুই সরকার যন্ত্রই ছিলো শাসকের নয়, শোষকের । জনগণ তাই শত্রু ।

জনগণ সব কিছু দেখে ফেললে , জেনে ফেললে বিপদ হবে - এই ছিলো মনভাব । ( অত্যাচারী চিরকালই ভীরু) কিন্তু গণতান্ত্রিক সরকারের লেবেল আটা সরকারী লোকজনের তো এই ভয়ে ভীত হওয়া উচিত না । আর আমাদের চিকন বুদ্ধিও কম না । সুতরাং, ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র ব্লগে রেজিষ্ট্রেশন করে ফেলুন। উনারা না চাইলেও - আমরা আমাদের নাগরিক মতামত তাদের দিবই দিব।

এই লিংকে যান ১। আপনার ইমেইল ও যে কোন একটা পাস ওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করুন। ২। এর পরে একটা পাতা আসবে আপনার নাম ধাম পদবী, জেলা ইত্যাদি চেয়ে --- * চিহ্নিত বাক্স গুলা মোটামুটি সঠিক তথ্য দিয়ে পূরণ করুন। ৩।

কোন ইউনিয়নের কোন পদবীর জায়গায় " জানি না" লিখলেও সমস্যা নাই। বাক্স পূরণ হইলেই হইলো । (ক্রস চেকের ব্যবস্থা নাই কেন আল্লাহ জানে!) ৪। পূরণ শেষ ? ৫। এইবার নিশ্চিন্ত মনে ব্লগ পোস্ট লেখেন, ছবি আপ্লোডান , বন্ধু নিমন্ত্রণ করেন ইত্যাদি ইত্যাদি ।

তবে সকলের কাছে অনুরোধ , বাংলাদেশের স্বার্থে এইটার অপব্যবহার কইরেন না । পদ্ধতিটা টেস্ট করতে গিয়ে নিজে রেজিস্ট্রেশন/ আবিষ্কার করে ফেলেছি । আমার পরিচিত ইউনিয়ন নিয়ে সাহায্য করার চেষ্টা করবো। আরও কেউ যদি করে ফেলেন, তাহলে মনে রাখবেন, এইখানে যারা লিখছেন তারা কেউ নেটিজেন নন। দক্ষও নন।

সুতরাং, সাহায্য সহযোগিতার মনভাব না থাকলে আপাতত সমালোচনা করার মন নিয়ে না ঢোকাই ভাল । কেউ আমারে দোষ দেওয়ার আগেই বলি, আমি যে ঢুকতে পেরেছি এইটা সাইটের দুর্বলতা কিংবা হয়ত ভবিষ্যতে উন্মুক্ত করে দেওয়ার জন্য এই ব্যবস্থা করে রাখা। তবে, বর্তমানের তালা যে কাজ করে না - এইটা জানানোটাও তো দায়িত্ব , কি বলেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.