আমাদের কথা খুঁজে নিন

   

সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকদের এজলাসে প্রবেশ করতে দেওয়া হয়নি।

কালের সাক্ষী

সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকদের এজলাসে প্রবেশ করতে দেওয়া হয়নি। এর প্রতিবাদে ল রিপোর্টার্স ফোরাম সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতি ও হাইকোর্টের সংযোগ সেতুতে আধঘণ্টা অবস্থান নিয়ে কলম বিরতি পালন করে। এ সময় সাধারণ আইনজীবীরা সাংবাদিকদের সঙ্গে একাত্ম ঘোষণা করেন। সাংবাদিকদের এজলাজে প্রবেশ করতে না দেওয়ার প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সংযোগ সেতুতে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করছে। ল রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান বলেন, সাংবাদিকদের এজলাসে প্রবেশ করতে না দেওয়া নজিরবিহীন। এতে সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.