আমাদের কথা খুঁজে নিন

   

সুপ্রিম কোর্টের বিচারকদের বেতন বাড়ছে ৫০%

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।   

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, “সুপ্রিম কোর্টের বিচারকদের মূল বেতন ৫০ শতাংশ হারে বাড়ানোর একটি প্রস্তাব আইন ও বিচার বিভাগ থেকে পাঠানো হয়েছিল। মন্ত্রিসভা তাতে  ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। ”

যাচাই বাছাই শেষ হলেই সুপ্রিম কোর্ট জাজেস (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৪ এর খসড়া সংসদে তোলা হবে বলে জানান সচিব।

তিনি জানান, সর্বোচ্চ আদালতের বিচারকরা আগে ১৯৭৮ সালের আইন অনুযায়ী বেতন-ভাতা পেতেন।

২০১০ সালে আইনটি এক দফা সংশোধন করা হয়। এবার আবার করা হচ্ছে।

নতুন করে আবার বেতন বৃদ্ধির কারণ জানতে চাইলে মোশাররাফ হোসাইন ভূঁইঞা বলেন, “এটি যুক্তিসঙ্গত। সবারই বেতন ভাতা কম। এই পরিমাণ বাড়ানোর পরও কম থাকবে ।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.